Deepika Padukone: কোটি কোটি টাকার মালিক হয়েও এ কী করলেন দীপিকা! অবাক ভক্তরা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 16, 2023 | 4:31 PM

Deepika Padukone: গত মাসেই মুক্তি পেয়েছে তাঁর ও শাহরুখ খানের ছবি 'পাঠান'। যদিও এই সিনেমা নিয়ে কম জলঘোলা হয়নি। সিনেমার প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পেতেই বিতর্ক শুরু হয়।

Deepika Padukone: কোটি কোটি টাকার মালিক হয়েও এ কী করলেন দীপিকা! অবাক ভক্তরা
এ কী করলেন দীপিকা!

Follow Us

বলিউডের ‘রানি’ তিনি। কেরিয়ারে রয়েছে ১০০০ কোটির ছবি। দীপিকা পাড়ুকোনের ভক্ত সংখ্যাও আকাশছোঁয়া। এ হেন দীপিকারই এক কাণ্ড দেখে প্রশংসা যেন থামছেই না ভক্তদের। ব্যাঙ্কে কোটি কোটি টাকা থাকলেও বিমানে বিজনেস ক্লাসের টিকিট না কেটে দীপিকা চড়লেন ইকোনমি ক্লাসে। ইকোনমি ক্লাসে দীপিকার সফরে অবাক তাঁর সহযাত্রীরাও। প্রথমটায় বিশ্বাসই হয়নি তাঁদের। দীপিকাও প্রথমে টের পেতে দেননি কিছু। আর পাঁচ জনের মতোই মাথায় টুপি পরে করছিলেন বিমানসফর। আচমকাই শৌচালয়ে যাওয়ার জন্য উঠতে হয় তাঁকে। সঙ্গে ছিলেন তাঁর বিশ্বস্ত দেহরক্ষী জালাল। আর তখনই যাত্রীদের নজর যায় তাঁর দিকে। চতুর্দিকে শুরু হয় ফিসফাস। দীপিকা অবশ্য কোনওদিকে তাকাননি। তিনি সোজা চলে যান শৌচালয়ে। উচ্চাসনেও থেকেও তাঁর সাধারণ জীবন যাপন বেজায় পছন্দ হয়েছে নেটিজেনদের। মিলেছে প্রশংসা।

গত মাসেই মুক্তি পেয়েছে তাঁর ও শাহরুখ খানের ছবি ‘পাঠান’। যদিও এই সিনেমা নিয়ে কম জলঘোলা হয়নি। সিনেমার প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পেতেই বিতর্ক শুরু হয়। অভিনেত্রী দীপিকা পাডুকোনের গেরুয়া রঙের একটি বিকিনি পরিহিত দৃশ্য নিয়ে আপত্তি করা হয়। জায়গায় জায়গায় এই দৃশ্য বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভও শুরু হয়। বিতর্কে রং লাগে রাজনীতিরও। গেরুয়া রঙের বিকিনি পরার কারণে ক্ষমা চাইতে হবে, এমন দাবি জানান বেশ কয়েকজন বিজেপি নেতা (BJP Leaders)। যদিও বিজেপির জাতীয় কার্যনির্বাহী বৈঠকে দলীয় নেতাদের সিনেমা নিয়ে ‘অহেতুক ও অপ্রয়োজনীয় মন্তব্য’ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকে বয়কট ট্রেন্ড কিছুটা সামলানো গেলেও ‘পাঠান’-এর ভবিষ্যৎ যে কী হবে তা নিয়ে সন্দিহান ছিলেন সকলেই। তবে মুক্তি পেতেই দেখা গেল এ ছবি সুপারহিট, এখনও দৌড় জারি। ‘পাঠান’ ঝড় কোথায় গিয়ে থামে এখন সেটাই দেখার।

Next Article