Dharmendra on Amitabh Bachchan : ধর্মেন্দ্রের জন্যই শোলেতে অমিতাভ রোল পেয়েছিলেন

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 06, 2021 | 7:10 PM

চরিত্র দুটিই ঐতিহাসিক, তবে, জয়ের চরিত্রকে যিনি অমর করে দিয়েছেন, সেই অমিতাভ বচ্চনের জয়ের ভূমিকায় অভিনয় করার কথাই ছিল না।

Dharmendra on Amitabh Bachchan : ধর্মেন্দ্রের জন্যই শোলেতে অমিতাভ রোল পেয়েছিলেন

Follow Us

‘ইয়ে দোস্তি, হাম নেহি তোড়েঙ্গে’, জয় আর বীরুর সম্পর্ক জয় আর বীর‍ু হওয়ার আগে থেকেই সুদৃঢ়। তার প্রমাণ আগে অমিতাভ নিজেই দিয়েছিলেন, তবে সাম্প্রতিককালে এমনটাই ফের জানান দিলেন ধর্মেন্দ্র।

 

বলিউডের তথা ভারতীয় সিনেমার ইতিহাসের মাইলফলক হিসেবে থেকে গেছে ‘শোলে’ (Sholay)। এই ছবির অনেকগুলো স্মরণীয় দিকের মধ্যে অন্যতম ছিল জয় আর বীরুর বন্ধুত্ব। চরিত্র দুটিই ঐতিহাসিক, তবে, জয়ের চরিত্রকে যিনি অমর করে দিয়েছেন, সেই অমিতাভ বচ্চনের জয়ের ভূমিকায় অভিনয় করার কথাই ছিল না।

জয়ের চরিত্রে প্রথমে বেছে নেওয়া হয়েছিল শত্রুঘ্ন সিনহাকে। কিন্তু, অনেকগুলো বিশিষ্ট কারণের জন্য এবং সর্বোপরি ধর্মেন্দ্রের তত্ত্বাবধানে সেই জয়ের চরিত্র পেলেন না শত্রুঘ্ন। জয়ের চরিত্রে ডাক পেলেন অমিতাভ বচ্চন। অমিতাভ নিজেও স্বীকার করে এসেছেন যে ধর্মেন্দ্র না থাকলে উনি এই চরিত্রে অভিনয় করার সুযোগ থেকে বঞ্চিত হতেন।

২০১৮ তে Aap Ki Adalat ধারাবাহিকে এসে ধর্মেন্দ্র জানান যে তিনি এই কথাটি নিয়ে বিশেষ আলোচনা কখনও করেননি। কিন্তু, যেহেতু অমিতাভ নিজে স্বীকার করেছেন তাই এখন খানিক অকপটেই তিনি লোক সমক্ষে মেনে নেন যে অমিতাভকে জয়ের চরিত্রে অভিনয়ের সুযোগ তিনিই করে দিয়েছিলেন। 

তিনি আরও জানান, পরবর্তীকালে শত্রুঘ্ন যখন তাঁকে প্রশ্ন করেছেন তাঁর এই রোল না পাওয়ার কারণ জানতে চেয়ে, ধর্মেন্দ্র মজা করে বলেছেন, ‘কিছুই বুঝতে পারিনি তখন। ও আগে এসেছিল আমার কাছে, আমি ভাবলাম বেচারাকে রোলটা দিয়েই দেওয়া যাক।’

Next Article