পরিচালক রোহিত শেট্টির কাছে অজয় দেবগণ সেই তারকা, যাঁর সঙ্গে জুটি বেঁধে একাধিক ছবি তৈরি করেছেন তিনি এবং সেই তালিকার সিংহভাগ ছবিই হিট। যেমন ধরুন ‘সিংহম’ ছবিটি। কিংবা ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজ়ি। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেতা এবং বন্ধু অজয় সম্পর্কে কথা বলতে গিয়ে রোহিত জানিয়েছেন, অজয় সেই তারকা যিনি ‘সিংহম’-এর চিত্রনাট্য রাত ২টোর সময় পড়ে সকাল ৭টায় শুটিং ফ্লোরে এসেছিলেন। এখানেই শেষ নয়, জনপ্রিয় ‘গোলমাল’-এর চিত্রনাট্য তিনি পড়েনইনি।
২০১১ সালে মুক্তি পায় রোহিত শেট্টির কপ ইউনিভার্সের প্রথম ছবি ‘সিংহম’। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘হরি’র রিমেক এই ছবি। অজয় ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন দক্ষিণের তারকা কাজল আগরওয়াল। ভিলেনের চরিত্রে দুর্দান্ত পারফর্ম করেছিলেন প্রকাশ রাজ। ছবি এতটাই জনপ্রিয় হয় এবং হিট করে যে, ২০১৪ সালে তৈরি হয় এর সিকুয়্যেল ‘সিংহম রিটার্নস’। তারপর ২০১৮ সালে মুক্তি পায় ‘সিম্বা’ এবং ২০২১ সালে ‘সূর্যবংশী’। দর্শকমনে প্রতিষ্ঠা পায় রোহিতের ‘কপ ইউনিভার্স’।
বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেছেন, “লন্ডন থেকে রাত ১০টায় ফিরেছিলেন অজয়। পুলিশের চরিত্রের জন্য অভিনয় করতে হবে জেনে প্রথমেই নিজের চুল কেটেছিলেন তিনি। জামার ট্রায়াল দিয়েছিলেন। রাত ১১-১২টা বাজে তখন। ‘সিংহম’-এর চিত্রনাট্য পড়া শুরু হয় তখন। রাত ২টোর সময় শেষ হয়। পরদিন ঠিক সকাল ৭টার সময় অজয় চলে আসেন শুটিং সেটে। সেদিন রাত আড়াইটে নাগাদ ছবি সম্পর্কে যাবতীয় বিষয় জানতে পেরেছিলেন অজয়। আর ‘গোলমাল’-এর সময় তো চিত্রনাট্যই পড়েননি তিনি।”
সম্প্রতি মুক্তি পেয়েছেন রোহিত শেট্টি পরিচালিত ছবি ‘সার্কাস’। সেখানে ডবল রোলে প্রথমবার অভিনয় করছেন রণবীর সিং, জ্যাকলিন ফার্নান্ডেজ়, পূজ়া হেগড়ে, বরুণ শর্মা, সঞ্জয় মিশ্র, অশ্বিনী কালসেকর, মুকেশ তিওয়ারি এবং সিদ্ধার্থ যাদব।
অন্যদিকে অজয়কে শেষ দেখা যায় ‘দৃশ্যম ২’ ছবিতে। সেই ছবিতে অজয়ের সঙ্গে অভিনয় করেছেন তব্বু, শ্রিয়া শরন, অক্ষয় খান্নারা। অজয়ের পরবর্তী ছবির নাম ‘ভোলা’। কেবল অভিনয় নয়, ছবিতে পরিচালনা এবং প্রযোজনা দুটিই অজয় করেছেন। তাতেও রয়েছেন তব্বু। রয়েছেন সঞ্জয় মিশ্র, দীপক গোব্রিয়াল, রাই লক্ষ্মী এবং মাকারান্দ দেশপাণ্ডে।