Katrina Kaif: ‘রাতে ঘুমতে পারি না, খারাপ-খারাপ স্বপ্ন দেখি’, কী হয়েছে ক্যাটরিনার?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 20, 2022 | 3:40 PM

Phone Bhoot: ক্যাটরিনা বলেছেন, "কেউ হলফ করে বলতে পারবেন না অলৌকিক জগৎ একেবারেই নেই..."

Katrina Kaif: রাতে ঘুমতে পারি না, খারাপ-খারাপ স্বপ্ন দেখি, কী হয়েছে ক্যাটরিনার?

Follow Us

ঈশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ‘ফোন ভূত’ ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। ছবির ট্রেলার পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। বর্তমানে ছবির প্রচারেও ব্যস্ত আছেন ক্যাটরিনা, ঈশান এবং সিদ্ধান্ত। ছবি মুক্তির আগে একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা আলোচনা করেছেন ভিকি কৌশলের সঙ্গে তাঁর বিয়ে প্রসঙ্গে। ছবি নিয়েও নানা কথা বলেছেন ক্যাট। ভূত নির্ভর একটি ছবিতে অভিনয় করার পর এও জানিয়েছেন অশরীরীতে তিনি বিশ্বাস করেন কি না।

ক্যাটরিনা বলেছেন, “কেউ হলফ করে বলতে পারবেন না অলৌকিক জগৎ একেবারেই নেই। কেমন সেই জগৎ, সেটাও কেউ বলতে পারবেন না। রাতেরবেলায় ভূতের কোনও সিনেমা কিংবা ভিডিয়ো দেখলে আমিও ঘুমতে পারি না। খারাপ-খারাপ স্বপ্ন দেখতে থাকি। একটা সময় ছিল যখন আমি টিভি না চালিয়ে কিংবা আলো না জ্বালিয়ে ঘুমাতে পারতাম না।”

বলে চলেন ক্যাট-সুন্দরী। বলেন, “ছবি দেখার ব্যাপার আমাকেও সচেতন থাকতে হত। হাসির এবং হালকা মেজাজের ছবি দেখতে হত ভূতের ভয়ের কারণে। ‘ফোন ভূত’ কেবলই একটি ভয়ের ছবি নয়। এটি একটি ভূতের হাসির গল্প। হরর কমেডি যাকে বলা হয়। কিছু প্রচলিত একঘেয়ে বিষয় নিয়ে মস্করা করা হয়েছে এই ছবিতে। এই ধরনের হরর কমেডি দেখতে আমি নিজেও পছন্দ করি।”

‘ফোন ভূত’ মুক্তির আগে রোহিত শেট্টির ‘সূর্যবংশী’ ছবিতে পাওয়া যায় ক্যাটরিনার ঝলক। সেই ছবিতে তাঁর সহ-অভিনেতা ছিলেন অক্ষয় কুমার। ‘ফোন ভূত’-এর সঙ্গে দক্ষিণী ছবি ‘শকুন্তলম’ মুক্তি পাচ্ছে। সেই ছবিতে রয়েছেন সামান্থা রুথ প্রভু। প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে সেটি। সারা দেশে মুক্তি পাবে ফোন ভূত-এর মতোই। সুতরাং, ৪ নভেম্বর প্রতিপক্ষ হিসেবে সম্মুখ লড়াইয়ে নামছেন ক্যাটরিনা-সামান্থাও।

Next Article