Dream Girl 2: এবার ঈদেই হবে পুজা, বলিউডের ভাগ্য ফেরাতে এবার কোনরূপে আয়ুষ্মান

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 16, 2022 | 6:53 PM

Movie Teaser: এই ছবি নিয়ে আয়ুষ্মান খুরানা বলেছেন, “আমি ড্রিম গার্ল ২ নিয়ে খুব মুগ্ধ! বালাজি মোশন পিকচার্সের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ এবং আমি একতাকে ধন্যবাদ জানাই যে তিনি এই ফ্র্যাঞ্চাইজটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

Dream Girl 2: এবার ঈদেই হবে পুজা, বলিউডের ভাগ্য ফেরাতে এবার কোনরূপে আয়ুষ্মান

Follow Us

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পান্ডে ড্রিম গার্ল ছবির দ্বিতীয় সিজনে জন্য জুটি বেঁধেছেন, সেই খবর ইতিমধ্যেই প্রকাশ্যে। তবে ড্রিম গার্ল ২ ছবি ঠিক কবে আসতে চলেছে, তালিকায় থাকছে কোন কোন স্টারের নাম, এবারের স্পেশ্যাল কী, সব প্রশ্নের উত্তর দিয়ে মুক্তি পেল এবার ছবির টিজ়ার। ব্রহ্মাস্ত্র ছবির হাত ধরে এক কথায় বলেই যায় যে দর্শক আবারও বলিউড মুখী। তারই মাঝে আবার বিক্রম বেধা অপেক্ষায়। ফলে বক্স অফিসে যে অভিশাপ কাটিয়ে উঠছে বলিউড সে ইঙ্গিত স্পষ্ট। এবার মাঠে নামলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। সাম্প্রতিক হিন্দি ছবিগুলো বক্স অফিসে ভাল সাড়া না পাওয়ায় চিন্তায় আয়ুষ্মান। ভাবছেন এবার আর অন্য কোনও পথ বেছে নিয়ে নয়, বরং  পুজোয় বসবেন তিনি।

রাজ শান্ডিল্য পরিচালিত, ছবিটি আয়ুষ্মান খুরানা চরিত্রকে কেন্দ্র করেই তৈরি। একটি ছোট শহরের ছেলে, যে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অবশেষে তিনি পরী (অনন্যা পান্ডে)-র প্রেমে পড়েন, যার পর খুব স্বাভাবিকভাবেই গল্পের গতি নতুন দিক নেয়। টিজারে স্পষ্টই উল্লেখ থাকে, যে এবার ঈদেই আসছে পূজা। ড্রিম গার্লের এটাই ইউএসপি।

এই ছবি নিয়ে আয়ুষ্মান খুরানা বলেছেন, “আমি ড্রিম গার্ল ২ নিয়ে খুব মুগ্ধ! বালাজি মোশন পিকচার্সের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ এবং আমি একতাকে ধন্যবাদ জানাই যে তিনি এই ফ্র্যাঞ্চাইজটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটিকে আরও বড় করেছেন। অনন্যা পান্ডে আমার সাথে জুটি বেঁধেছেন এই ছবিতে এবং এবার আমি আমাদের এই রসায়ন সম্পর্কে দর্শকদের কী বলেন, সে দেখার অপেক্ষায় রয়েছি।” অনন্যাও একইভাবে আয়ুষ্মান ও একতার সঙ্গে কাজ করতে পেড়ে খুশি বলেই জানান। এখন দেখার আয়ুষ্মানের হাত ধরে অনন্যার ভাগ্যে চাকা ঠিক কতটা ঘোরে।

Next Article