Justice for Jiah: ৯ বছর জিয়া খান নেই, আজও মা রাবিয়া লড়ছেন তাঁর বিচারের জন্য

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Aug 19, 2022 | 5:11 PM

Justice for Jiah: ২০১৩ সালের জুন মাসে তাঁকে তাঁর বাড়িতে ঝলন্ত অবস্থায় পাওয়া যায়। সুরজ পাঞ্চোলীর নামে আত্মহত্যা নয়, হত্যার অভিযোগ করেন জিয়ার মা রাবিয়া খান

Justice for Jiah: ৯ বছর জিয়া খান নেই, আজও মা রাবিয়া লড়ছেন তাঁর বিচারের জন্য
মেয়ে জিয়ার মৃত্যুর ৯ বছর পরও মা রাবিয়া বিচারের আশায় আবার আদালতে

Follow Us

জিয়া খান (Jiah Khan)। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘নিঃশব্দ’ ছবি করে জনপ্রিয় হয়েছিলেন। ২০১৩ সালের জুন মাসে তাঁকে তাঁর বাড়িতে ঝলন্ত অবস্থায় পাওয়া যায়। সুরজ পাঞ্চোলীর নামে আত্মহত্যা নয়, হত্যার অভিযোগ করেন জিয়ার মা রাবিয়া খান (Rabia Khan)। আদিত্য পাঞ্চোলি-জরিনা ওয়াহাবের ছেলে সুরজ আপাতত জামিনে ছাড়া পেয়ে রয়েছেন। মৃত্যুর ৯ বছর পরও এই কেসের এখন ফলাফল কিছু হয়নি। জিয়ার মা এখনও এই মামলা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার জিয়ার মা রাবিয়া একটি বিশেষ আদালতকে জানিয়েছেন যে পুলিশ বা কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) তাঁর মেয়ে আত্মহত্যা করেছে তা প্রমাণ করার জন্য কোনও “আইনি প্রমাণ” সংগ্রহ করেনি। তিনি আদালতকে আরও জানিয়েছেন যে তিনি বিশ্বাস করেন এটি হত্যার মামলা এবং আত্মহত্যা নয়। সুরজ ২৫ বছর বয়সী অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে ছিলেন, সেই মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছিল যেটি প্রথমে পুলিশ, পরে সিবিআই তদন্ত করেছিল।

বৃহস্পতিবার রাবিয়া বিশেষ জজ এ এস সায়াদের সামনে মামলায় তাঁর সাক্ষ্য রেকর্ড করান। যেখানে জিয়া খানের মৃত্যুর ঘটনা বর্ণনা করে তিনি জানিয়েছেন যে ৩ জুন, ২০১৩ তারিখে জিয়ার শোওয়ার ঘরের দরজা খুললে জিয়াকে একটি দোপাট্টা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রাবিয়া আরও জানান, তারপর তিনি অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রুকে ফোন করে জানান যে জিয়াকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। মহেন্দ্রু ১০ মিনিটের মধ্যে মইন বেগকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা এসে জিয়ার গলার গিঁটটি খুলে তাঁকে বিছানায় শুইয়ে দেয়। মামলায় মহেন্দ্রু ও বেগ সাক্ষী।

“আমি তাঁর (জিয়ার) বুকে চাপ দেওয়ার চেষ্টা করে শ্বাস-প্রশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করেছি। এদিকে বেগ একজন ডাক্তারের কাছে দৌঁড়ে যান। ডাক্তার তাঁকে পরীক্ষা করার সঙ্গে সঙ্গে তাঁকে মৃত ঘোষণা করেন,” রাবিয়া খান বলেন। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে আসে। সেখানে একজন অফিসার ছিলেন যিনি অপরাধের জায়গা মানে যেখানে জিয়া শুয়ে ছিল সেটি খতিয়ে দেখে। তিনি অবিলম্বে বলেছিলেন যে এর মধ্যে অস্বাভিকত্ব রয়েছে। পরে সুরজের বাবা আদিত্য পাঞ্চোলি বাড়িতে ঢুকেছিলেন বলেও জানান তিনি। এরপর রাবিয়া যা বলেছেন, “তিনি (আদিত্য পাঞ্চোলি) বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তিনি আমার পায়ের কাছে পড়ে গেলেন এবং বলেছিলেন যে তাঁর ছেলে নিজের জীবন এবং ক্যারিয়ার ধ্বংস করেছে। আমি আদিত্যকে বলেছি যে আমি জিয়াকে অনেকবার সুরজ থেকে দূরে থাকতে বলেছি।”

তিনি আরও সাক্ষ্য দিয়েছেন যে এই মুহুর্তে মহেন্দ্রু তাঁকে সুরজের নাম উল্লেখ না করতে বলেছিলেন কারণ তার বাবা “আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, রাজনৈতিক প্রভাব রয়েছে এবং খুব বিপজ্জনক”।  রাবিয়া খান আদালতে বলেন, পুলিশ জিয়ার ফোনসহ তাঁর সব জিনিসপত্র নিয়ে গিয়েছিল। “আমরা ফোনের স্ক্রিনে দেখেছি যে অনেকগুলি টেক্সট মেসেজ এবং মিস কল ছিল – সবই সুরজের কাছ থেকে। আমরা স্ক্রিনে বার্তাগুলি পড়ি এবং সেগুলি রাগ এবং কিছু গালিগালাজ ভাষায় ভরা ছিল,” তিনি যোগ করেছেন। রাবিয়া জানান যে জিয়ার ফোন আনলক করতে পুলিশ তাঁর আরেক মেয়েকেও থানায় আসার জন্য ডেকেছিল।

“যখন তিনি থানায় যান, জিয়ার ফোন ইতিমধ্যেই আনলক করা ছিল আর অনেক ছবি এবং বার্তা মুছে ফেলা হয়েছিল। দেখে মনে হচ্ছিল কেউ ফোনের সঙ্গে কাঁটাছেড়া করেছে… তখনই আমি জুহু পুলিশের উপর বিশ্বাস হারিয়ে ফেলি (যা প্রাথমিকভাবে তদন্ত করে মামলার), “তিনি বলেন। জিযার মায়ের থেকে জানা যায়, জিয়ার মরদেহ প্রথমে ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরে জেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। “আমার মেয়ের মৃত্যুর দুই ঘন্টার মধ্যে, তাঁরা ইতিমধ্যেই এটিকে আত্মহত্যা হিসাবে ঘোষণা করে। আমি সন্দেহ করি যে কুপার হাসপাতাল থেকে জে জে হাসপাতালে তাঁর দেহের স্থানান্তরটি অসৎ উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল,” তিনি অভিযোগ করেন।

রাবিয়া ২০১৩ সালের সময় যা ঘটে ছিল তার উল্লেখ করে আরও জানিয়েছে যে সেই সময় যখন একজন পুলিশ মহিলা অফিসার তাঁর বক্তব্য রেকর্ড করতে বাড়িতে আসেন, তখন তিনি তাঁকে বলেছিলেন যে এটি আত্মহত্যার ঘটনা নয়, হত্যার ঘটনা, কারণ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আদালতকে আরও জানান যে জিয়ার মৃত্যুর কয়েকদিন পর, তাঁরা তাঁর শোওয়ার ঘরে তাঁর লেখা একটি চিরকুট পেয়েছিলেন। চিঠিটি পড়ার পরে  “জিয়া কতটা ব্যথা নিজের মধ্যে নিয়ে বেড়াচ্ছিলেন আর অভিযোগ সম্পর্কে জানতে পেরেছিলেন যা সুরজ পাঞ্চোলির দিকে ইঙ্গিত করেছিল”।

তাঁর সাক্ষ্য শেষ হওয়ার পরে, বিশেষ পাবলিক প্রসিকিউটর (সিবিআই) মনোজ চন্দলান রাবিয়া খানকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি আরও কিছু যোগ করতে চান কিনা। তিনি তখন জানিয়ছিলেন যে, উভয় সংস্থাই অর্থাৎ পুলিশ এবং সিবিআই কখনই এই মামলার  জন্য কোনও আইনি প্রমাণ সংগ্রহ করেনি। তাঁর বিশ্বাস এটি হত্যা এবং অভিযুক্তরা তাঁর মেয়েকে হত্যার জন্য দায়ী। এরপর সোমবার রাবিয়া খানকে জেরা করবে ডিফেন্স।সিবিআই অভিযোগ করেছিল যে ১০ জুন, ২০১৩ সালে মুম্বই পুলিশ তিন পাতার একটি নোটে লিখেছিলেন যেখানে পাঞ্চোলির হাতে তাঁর “ঘনিষ্ঠ সম্পর্ক, শারীরিক নির্যাতন এবং মানসিক ও শারীরিক নির্যাতন” বর্ণনা করা হয়েছিল, যা তাঁকে আত্মহত্যা করতে প্ররোচণা দিয়েছিল।

 

Next Article