Bachchan Pandey: আগামিকাল থেকে মুম্বইয়ে ফের শুরু ‘বচ্চন পান্ডে’র চোখরাঙানি

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 16, 2021 | 1:02 PM

এই বছরের শুরুর দিকে অর্থাৎ মার্চ মাসে, ছবির একটি বড় অংশের শুটিং শেষ হয়েছিল।

Bachchan Pandey: আগামিকাল থেকে মুম্বইয়ে ফের শুরু বচ্চন পান্ডের চোখরাঙানি
বচ্চন পান্ডে।

Follow Us

করোনা মহামারির চোখরাঙানি এখনও অব্যাহত। শুটিং শুরু হলেও রয়েচে বিধিনিষেধ তবে এসবের মধ্যেও সুপারস্টার অক্ষয় কুমারকে কেউ টলাতে পারেনি। একের পর এক প্রোজেক্ট শেষ করে চলেছেন অভিনেতা। তিনিই প্রথম অভিনেতা যিনি ২০২০ সালের অগাস্টে ‘বেলবটম’ ছবির মাধ্যমে ফ্লোরে নেমেছিলেন যখন করোনা পরিস্থিতির সময়ে ছবির শুটিংয়ে নিষেধাজ্ঞা উঠেছিল। তারপরে ‘পৃথ্বীরাজ’ এবং ‘অতরঙ্গি রে’-র শুটিং শেষ করেছেন তিনি। ২০২১ সালের শুরু করেছিলেন তিনি রাজস্থানে অ্যাকশন প্যাকড ছবি ‘বচ্চন পান্ডে’-র শুটিংয়ের মাধ্যমে। ছবিটির এক হাইপ রয়েছে এবং ২০২২ সালের সবচেয়ে বড় সফল ছবির মধ্যে একটি বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই বছরের শুরুর দিকে, মার্চ মাসে, ছবির শুটিংয়ের একটি বড় অংশের শুটিং শেষ হয়েছিল। তবে, এটি এখন প্রকাশ্যে এসেছে যে শুটিংয়ের একটি ছোট অংশ এখনও বাকি রয়েছে। এক সূত্রের খবর, “পরিচালক ফারহাদ সামজি ছবিটির শেষ শিডিউল ১৭ জুলাই থেকে শুরু করবেন। ২১ জুলাই এটি শেষ হবে বলে আশা করা হচ্ছে। শুটিং মুম্বাইতে হবে এবং নির্মাতারা সতর্কতা মেনে চলবে বলে আশা করা যায়।”

অক্ষয় কুমার

 

সূত্রের আরও খবর, “শিডিউলটি মূলত ফিল্মের মুখ্য অভিনেত্রী কৃতি শ্যাননকে নিয়ে হবে। ছবিতে আরও কিছু অভিনেতাও তাঁর সঙ্গে যোগ দিতে পারে। অক্ষয় কুমার শুটিংয়ের অংশ হবেন কিনা তা এখনও পরিষ্কার নয়। এমনকি তিনি এই শিডিউলের অংশ হলেও, একদিনের বেশি তা হবে না। কারণ তিনি আনন্দ এল রাইয়ের ‘রক্ষা বন্ধন’-এর শুটিংয়ে ব্যস্ত থাকায় বেশিরভাগ সময়ে তিনি সেখানে উপস্থিত থাকবেন।”

চলতি মাসের ৩০ জুলাই  কৃতি শ্যানন অভিনীত ‘মিমি’ মুক্তি পেতে চলেছে। এটি সরাসরি অনলাইনে রিলিজ হবে। এবং লক্ষ্মণ উৎকর পরিচালিত ছবিটির প্রচারের জন্য ২১ জুলাই অবধি অভিনেত্রী বিরতি নেবেন বলে আশা করা হচ্ছে।

অক্ষয়-কৃতি ছাড়াও ‘বচ্চন পান্ডে’ ছবিতে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ারসি, স্নেহাল দাবাবি, পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর, অভিমন্যু সিংহ এবং সাহার্শ কুমার শুক্লা।

 

আরও পড়ুন Mimi Chakraborty: ‘ও বক বক বক বকুম বকুম পায়রা…’ এক ঝাঁক ‘মাসাকালি’র সঙ্গে সকাল হল মিমির

Next Article