বলিউডের এখনও এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যাঁদের বিয়ের খবর কবে আসবে তাঁর জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তালিকায় রয়েছেন ভূমি পেদনেকর, তাপসী পান্নু, জ্যাকলিন ফার্নান্দেজ অন্যতম। ভুমি পেদনেকর বর্তমানে চুটিয়ে প্রেম করছেন, এমনই গুঞ্জন বলিউডে। কিন্তু তাপসীর জীবনে কী আদপে কেউ ধরা দিলেন, এ খবর এখনও প্রকাশ্যে আসেনি। সম্পর্কের বিষয় যথেষ্ট সচেতন তাপসী, তাই তাঁকে নিয়ে অতীতে কখনও-ই কোনও গুজব বা জল্পনা প্রকাশে আসতে দেখা যায়নি। তাই তিনি কবে বিয়ে করছেন এই উত্তর তিনিই দিতে পারবেন একমাত্র। সম্প্রতি এক সাক্ষাতকারে সরাসরি প্রশ্ন করা বসা হয় তাপসী পান্নুকে এই প্রসঙ্গে।
কবে তিনি বিয়ের পিঁড়িতে বসছেন? তাপসী বরাবরই ঠোঁট কাটা স্বভাবের, স্পষ্ট কথা বলতে তিনি দ্বিতীয়বার ভাবেন না তাই এবারও কোনও ব্যতিক্রম রইল না। প্রশ্ন করতেই তাপসী সপাট বলে বসলেন, তিনি এখনও অন্তঃসত্ত্বা হননি। তাই বিয়ের কোনও খবর নেই তেমন কোনও খবর হলে তিনি নিজেই জানাবেন। তার এই মন্তব্যের পর রীতিমতো চর্চার কেন্দ্রের জায়গা করে নেয় আলিয়ার বিবাহ প্রসঙ্গ। তবে কী তিনি ইঙ্গিতে বাঁকা কথায় আলিয়া কে ঠুকলেন! যদিও সে প্রশ্নের উত্তর না মিললেও নিন্দুকরা ইঙ্গিত বুঝতে খুব একটা সময় নিল না। যদিও তাপসী পান্নু ট্রোলিং বা কটাক্ষকে কোনও দিন সেভাবে গুরুত্ব দেন না। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাঁর এই মন্তব্যকেও তাই খুব একটা গুরুত্ব দিলেন না তিনি নিজেই। তবে তাপসীর বিয়ে নিয়ে কোনও স্পষ্ট উত্তর মেলেনি এ প্রশ্ন থেকে, তা এক কথায় স্পষ্ট। তাপসী পান্নু বরাবরই ভীষণ খোলামেলা স্বভাবের। কারও প্র,ঙ্গে খুব একটা সরাসরি মন্তব্য তিনি করেন না। এক্ষেত্রেও তিনি নাম উল্লেখ করে কোনও মন্তব্য করেননি।