Kiara-Sidharth: বিদায়বেলায় হাউহাউ করে কান্না কিয়ারার, কী বলে সান্ত্বনা দেন সিদ্ধার্থ?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 09, 2023 | 7:48 PM

Kiara-Sidharth: গত ৭ তারিখ বিয়ে করেছেন তাঁরা। ধুমধাম করে মিটেছে বিয়ের অনুষ্ঠান। নববিবাহিত দম্পতিকে দেখে চোখ ফেরাতে পারছেন না সকলেই।

Kiara-Sidharth: বিদায়বেলায় হাউহাউ করে কান্না কিয়ারার, কী বলে সান্ত্বনা দেন সিদ্ধার্থ?
ভিতর থেকে একে একে বেরিয়ে আসতে থাকেন অনেকেই। বিয়ের আসর ইতি। রাত পোহালেই দিল্লির পথে রওনা দেবেন নবদম্পতি। সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর প্রথম ছবি যদিও এখনও পর্যন্ত সামনে আসেনি।

Follow Us

গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে বিয়ে সেরেছেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। তাঁদের গোটা বিয়ে জুড়েই যেন কান্না-হাসির মেলবন্ধন। সঙ্গীতের অনুষ্ঠানের সময় সিদ্ধার্থের বাবা হয়ে পড়েন অসুস্থ। এখানেই কি শেষ? বিদায়বেলায় কান্নায় ভেঙে পড়েন কিয়ারা আডবাণী। কেঁদেছিলেন সিদ্ধার্থও। স্ত্রীকে কাঁদতে দেখে কী বলে সান্ত্বনা দেন তিনি? আমন্ত্রিত অতিথিদের থেকেই ফাঁস হল একরাশ অজানা গল্প। দিদি চলে যাচ্ছে, কান্নায় ভেঙে পড়েন কিয়ারার ভাই মিশাল। কাঁদতে থাকেন তাঁদের মা-ও। এমন সময়ই নায়োকচিত এন্ট্রি হয় সিদ্ধার্থের। তিনি কথা দেন, স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে রাখবেন সিদ্ধার্থ। আর নিজেও থাকবেন তাঁদের ছেলে হয়ে। সেই মতোই কিয়ারা বাড়িতে আসার পর থেকেই মালহোত্রা পরিবারের আয়োজন ভরপুর। গান-নাচে বরণ করে নেওয়া হয়েছে তাঁকে। আপাতত দিল্লিতে তাঁরা। উড়ে যাবেন মুম্বইয়ে। সেখানে ইন্ডাস্ট্রির বাকি বন্ধুদের জন্য আয়োজিত হবে আরও এক রিসেপশন পার্টি।

গত ৭ তারিখ বিয়ে করেছেন তাঁরা। ধুমধাম করে মিটেছে বিয়ের অনুষ্ঠান। নববিবাহিত দম্পতিকে দেখে চোখ ফেরাতে পারছেন না সকলেই। কেরিয়ারের একেবারে ‘পিক টাইম’-এ বিয়ে করলেন সিদ্ধার্থ ও কিয়ারা। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে নাকি সম্পর্কে রয়েছেন ওঁরা। শেরশাহ’তে অভিনয় করার সময়েই নাকি কিয়ারায় মন মজে সিদ্ধার্থের। সাড়া দেন কিয়ারাও। ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প। কিয়ারার আগের নাম ছিল আলিয়া। কাকতালীয়ভাবে সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা আবার ছিলেন আলিয়া ভাট। যদিও এখন রণবীরের সঙ্গে সুখের সংসার তাঁর। বলিউডে পা রাখার পর সলমন খান নাকি তাঁকে নাম বদলে নেওয়ার জন্য বলেছিলেন। সে সময় আলিয়া বলিউডে নাম করে নিয়েছেন। ভাইজানের যুক্তি ছিল একই ইন্ডাস্ট্রিতে দুই আলিয়া হয়ে গেলে আলাদা করে নিজের পরিচয় বানাতে পারবেন না কিয়ারা। সলমনের কথা মেনে আদপে লাভই হয়েছিল কিয়ারার। বর্তমানে বলিউডে অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। পিছিয়ে নেই সিদ্ধার্থও।

Next Article