Hrithik Roshan on Aryan Khan Case: “যা ঘটছে তা দুঃখজনক”, ফের আরিয়ানের সমর্থনে মুখ খুললেন হৃত্বিক রোশন

আরিয়ানের গ্রেফতারির পরে তাঁর উদ্দেশে একটি খোলা চিঠিও লিখেছিলেন হৃত্বিক।

Hrithik Roshan on Aryan Khan Case: যা ঘটছে তা দুঃখজনক, ফের আরিয়ানের সমর্থনে মুখ খুললেন হৃত্বিক রোশন
হৃত্বিক রোশন ও আরিয়ান খান
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 11:35 AM

মাদক কাণ্ডে ফেঁসে গ্রেফতার হয়েছেন শাহরুখ খানের জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খান। গ্রেফতারির সময়ই তারকা সন্তানের জন্য একটি খোলা চিঠি লিখেছিলেন সুপার স্টার তারকা হৃত্বিক রোশন। বক্সঅফিসে নিজেদের মধ্যে যতই লড়াই থাক না কেন, বিপদের সময়ে শাহরুখ-গৌরীর পাশে এসে দাঁড়িয়েছেন হৃত্বিক। বহুবার আর্জি জানানোর পরও মুম্বইয়ের স্পেশ্যাল ও হাই কোর্ট আরিয়ানকে জামিনে মুক্ত করেনি। কেন তাঁর জামিন পেতে এত বেগ পেতে হচ্ছে – খান পরিবার ও আরিয়ানের সমর্থনে নিজের মনের ভাব প্রকাশ করেছেন হৃত্বিক। তুলে ধরেছেন কিছু তথ্য।

এবার ইনস্টাগ্রাম স্টোরি বিভাগে মনের কথা ব্যক্ত করেছেন রোশন জুনিয়র। তুলে ধরেছেন এক সাংবাদিকের ভিডিয়ো ইন্টারভিউ। সেখানেই তিনি দেশের সর্বোচ্চ আদালতের (সুপ্রিম কোর্ট) আইনজীবী দুশন্ত দাভের সঙ্গে কথা বলছেন।

সেই ভিডিয়োতে আইনজীবী দাভে বলছেন জাস্টিস নীতিন সাম্ব্রে, যিনি আরিয়ানের বিচারক, পূর্বে ড্রাগে জড়িত থাকা অনেককেই জামিনে মুক্ত করেছেন। এই ভিডিয়ো শেয়ার করে মনের কথা লিখেছেন হৃত্বিক। কারও নাম না করেই তিনি বলেছেন, “এটাই যদি আসল চিত্র হয়, তা হলে যা ঘটছে অত্যন্ত দুঃখজনক ঘটনা।”

আরিয়ানের সমর্থনে তিন সপ্তাহ আগে পোস্ট করা খোলা চিঠিতে হৃত্বিক লিখেছিলেন, ““আমার প্রিয় আরিয়ান, জীবন একটা অদ্ভুত জার্নি। খুবই অনিশ্চিত। জীবন তোমার কাছে বাঁকা বল ছুঁড়ে দেবে। কিন্তু ঈশ্বর মঙ্গলময়। তিনি কঠিন মানুষদের সবচেয়ে কঠিন বল দেন খেলার জন্য। তোমাকে বুঝতে হবে, সকলের মধ্যে তিনি তোমাকে বেছে নিয়েছেন সেই খেলায়। আমি জানি সেটা চাপই তুমি এখন অনুভব করছ। রাগ, বিভ্রান্তি, অসহায় মনে হচ্ছে তোমার। এগুলোই তোমার মধ্যে উপস্থিত হিরোকে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সাবধান থেকো, এই সবই তোমার মধ্যে থাকা ভালটাকেও নষ্ট করে দিতে পারে। ভুল, ব্যর্থতা, জয়, সাফল্য… সবটাই এক, যদি না বুঝতে পারো কোনটা তোমার মধ্যে রাখবে, কোনটা তোমার থেকে বাদ দেবে। তোমাকে জানতে হবে, এসবই তোমাকে তৈরি হতে সাহায্য করবে। তোমাকে আমি শিশু অবস্থা থেকে চিনি। তোমাকে একজন পুরুষ হিসেবেও আমি চিনি। সবই তোমার। অভিজ্ঞতা থেকে সবটাই তোমার অর্জিত। এগুলোই তোমার উপহার। বিশ্বাস করো আমায়। এই বিন্দুগুলোকে যখন জড়ো করবে, দেখবে সবটারই মানে তুমি বুঝতে পারছ। শয়তানের চোখে পড়ে গিয়েছ তুুমি। নিজেকে শান্ত রাখো। সব কিছু দেখতে থাকো। এই মুহূর্তগুলোই তোমাকে তৈরি করবে আগামীর জন্য। একদিন তোমার জন্য সূর্য হাসবে। এরজন্য তোমাকে অন্ধকার পথ দিয়ে হাঁটতে হবে। নিজের ভিতরের আলোয় বিশ্বাস করো। এই আলো তোমার মধ্যে সবসময় আছে। ভালবাসি তোমায়।”

আরও পড়ুন: Shahrukh-Salman: কাছাকাছি আসছেন শাহরুখ-সলমন, আরিয়ানের জন্য দিনরাত প্রার্থনা করছেন সেলিম-হেলেন

আরও পড়ুন: Shahrukh Khan: পুত্রের গ্রেফতারি প্রভাব ফেলতে পারেনি বাবার ভাবমূর্তিতে, শাহরুখ ফিরে পাচ্ছেন তাঁর আসল জায়গা

আরও পড়ুন: Mumbai Cruise Drug Case: লখনউতে আত্মসমর্পণের কথা দিয়েছিলেন! পুণেতে ধরা পড়লেন মুম্বই মাদককাণ্ডের অন্যতম সাক্ষী