Mumbai Cruise Drug Case: লখনউতে আত্মসমর্পণের কথা দিয়েছিলেন! পুণেতে ধরা পড়লেন মুম্বই মাদককাণ্ডের অন্যতম সাক্ষী
Kiran Gosavi Detained: আরিয়ান খানের সঙ্গে সেলফি তোলা নিয়ে বিতর্ক শুরু হতেই গায়েব হয়ে গিয়েছিলেন কিরণ গোসাভি।
মুম্বই: অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মুম্বই মাদককাণ্ডে (Mumbai cruise Drug Case) এনসিবি(NCB)-র অন্যতম সাক্ষী কিরণ গোসাভি (Kiran Gosavi)। বুধবার রাতে তাঁকে পুণে থেকে আটক করা হয়। আরিয়ান খান(Aryan Khan)-র সঙ্গে সেলফি তুলে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।
মুম্বইয়ের প্রমোদতরীতে মাদক উদ্ধার ও আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে ক্রমশ জলঘোলা হচ্ছে। গোসাভির দেহরক্ষী প্রভাকর সেইল কয়েকদিন আগেই দাবি করেছেন, তিনি কিরণ গোসাভিকে ফোনে কথা বলতে শুনেছিলেন যে শাহরুখপুত্রের জামিনের জন্য ২৫ কোটি টাকা আদায়ের পরিকল্পনা চলছে।
প্রভাকরের দাবি, কিরণ গোসাভির পরিকল্পনা ছিল শাহরুখ খানের ম্যানেজার পুজা দাদলানি(Pooja Dadlani)-র সঙ্গে যোগাযোগ করা এবং তাঁর কাছ থেকে ২৫ কোটি টাকা দাবি করা। শেষ অবধি ১৮ কোটিতে রফা করার পরিকল্পনা ছিল তাদের। এরমধ্যে ৮ কোটি টাকাই দেওয়া হত এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েকে, যিনি গোটা তদন্তটি পরিচালন করছেন। প্রভাকরের এই দাবির পরই তদন্ত ঘিরে রহস্য তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে এনসিবির তদন্তদকারী অফিসার সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়েও।
এদিকে, আরিয়ান খানের সঙ্গে সেলফি তোলা নিয়ে বিতর্ক শুরু হতেই গায়েব হয়ে গিয়েছিলেন কিরণ গোসাভি। তাঁর খোঁজে একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু হতেই, তিনদিন আগেই গোসাভি নিজেই জানিয়েছিলেন যে, উত্তর প্রদেশের লখনউতে তিনি কোনও একটি থানায় আত্মসমর্পণ করবেন। পরে অবশ্য তিনি দাবি করেন, একটি থানায় আত্মসমর্পণ করতে গেলেও পুলিশ থানার বাইরেই তাঁকে বাধা দিয়েছে, সেই কারণে তিনি আত্মসমর্পণ করতে পারেননি।
অন্যদিকে, গোপন সূত্রে জানা যায় যে লখনউ নয়, পুণেতে লুকিয়ে রয়েছেন তিনি। এরপরই মঙ্গলবার থেকে পুলিশ পুণের ১৬টি জায়গায় গোসাভির খোঁজে তল্লাশি অভিযান চালায়। মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট তিনটি দল তৈরি করা হয়েছে। এরমধ্যে দুটি দল উত্তর প্রদেশে তল্লাশি চালাচ্ছে, আর একটি দল আলাদাভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। বুধবার রাতে অবশেষে ধরা পড়েন তিনি।
আরও পড়ুন: Sameer Wankhede: অভিযোগের প্রমাণ না পাওয়া পর্যন্ত আরিয়ান মামলার তদন্তভার সমীর ওয়াংখেড়ের উপরেই
পুলিশ সূত্রেই জানা গিয়েছে, ২০১৮ সালে কিরণ গোসাভির নামে জালিয়াতির মামলাও দায়ের হয়েছিল। পুলিশ ইতিমধ্যেই গোসাভির সহকারি শেরবানো কুরেশিকে গ্রেফতার করেছে জালিয়াতির মামলায়। চিন্ময় দেশমুখ নামক ওই অভিযোগকারী জানিয়েছেন, কিরণ গোসাভি তাঁকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩.০৯ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল। শেরবানো কুরেশির অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হয়েছিল। এই ঘটনাটি সামনে উঠে আসতেই পুণে পুলিশ গোসাভির বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে।
আরও পড়ুন: Mamata Banerjee: সৈকত শহরে অস্তিত্ব পরীক্ষার লড়াই, পায়ের তলার মাটি আরও শক্ত করতে ময়দানে মমতা