সইফ সম্পর্কে কথা বলতে-বলতে হৃত্বিক এটাও বলেছেন, “ও না থাকলে আমি কিছুতেই সম্পূর্ণ হতাম না”। আসলে সম্প্রতি সইফের সঙ্গে অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছেন হৃত্বিক। না, না ছুটি নয়। সেটে। তাঁরা একসঙ্গে কাজ করেছেন ‘বিক্রম বেধা’ ছবিতে। যে ‘বিক্রম বেধা’য় আমির খানের কাজ করার কথা ছিল হৃত্বিকের জায়গায়। শেষ মুহূর্তে আমির সরে আসায় জায়গা পেয়ে যান হৃত্বিক। ‘বিক্রম বেধা’র শুটিং শেষ হয়েছে ফিল্মি ফ্রাইডেতে, অর্থাৎ আজ (১০.০৬.২০২২)। তাই হৃদয় নিংড়ানো পোস্ট করেছেন হৃত্বিক। সেই সঙ্গে শেয়ার করেছেন শুটিংয়ের ছবি ও একটি লম্বা নোট। তিনি লিখেছেন, “দর্শকই বিচার করবেন আমাদের কাজের। তাঁরাই বলবেন, আমরা ভাল করেছি কি না।” পরিচালকদ্বয় গায়েত্রী ও পুষ্করকে ধন্যবাদও জানিয়েছেন বলিউডের ‘গ্রিক গড’।
পোস্টে কী লিখেছেন হৃত্বিক:
“নিজস্ব প্রতিকূলতা নিয়ে ‘বিক্রম বেধা’ কাজ শুরু করেছিল। প্যানডেমিকে কাজ শুরু করেছিলাম আমরা। পিছনে ফিরে বারবারই সকলের প্রস্তুতি ও পারফরম্যান্সের কথা মনে হচ্ছে।
আমার জন্য এই জার্নি ভয়ানক কঠিন ছিল। আমি বেশ ভয়ে ছিলাম শুরু থেকেই। মনে হচ্ছিল স্কাইডাইভ করছি। অনেক মজা করেছি। ভুল করার থেকেও বেশি মজা হয়েছে কাজ করে। এবার দর্শকই আমার কাজের বিচার করবেন। তাঁরাই বলবেন আমি ভাল না মন্দ।
জয়-পরাজয়ের এই লড়াইয়ের মাঝে আমার পরিচালক গায়েত্রী ও পুষ্করের দূরদর্শিতার প্রশংসা করতে চাই। গল্পটির জন্য ওঁরা জান লড়িয়ে দিয়েছিলেন। প্রতিদিন ওঁদের চোখ চকচক করত। আমাদের সেটে দেখে ওঁদের আনন্দ হত। আমাদের সবসময় উৎসাহ দিয়েছেন দু’জনে। আমাকে প্রতিনিয়ত আমার ‘সেরা’টা দেওয়ার অনুপ্রেরণা তাঁরাই দিয়েছেন।
‘বেধা’ কখনওই সম্পূর্ণ হত না ‘বিক্রম’কে ছাড়া। বিক্রমের চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। ছিলেন রোহিত শ্রফ, রাধিকা আপ্তে ও যোগিতা বিহানী।
আজ আমাদের শুটিং শেষ হল। আমার সব ভাল স্মৃতি মনে পড়ে যাচ্ছে। মস্তিষ্কের মধ্যেই ভয়ে ভরা, উচ্ছ্বাসে ভরা নাচ করে চলেছি। খুব তাড়াতাড়ি মুক্তির তারিখ জানাব আপনাদের।”