Katrina Kaif: পরিচালনায় ভিকি কৌশল, নায়িকা হিসেবে বেছে নিয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 01, 2022 | 3:54 PM

Vicky Kaushal: বিটিএস (বিহাইন্ড দ্য সিন) ভিডিয়ো শেয়ার করে ভিকির উদ্দেশে ক্যাটরিনা লিখেছেন, "স্বামী যখন পরিচালক"।

Katrina Kaif: পরিচালনায় ভিকি কৌশল, নায়িকা হিসেবে বেছে নিয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে...
ঠিক কি ঘটে এ দিন! কাটরিনা কাইফের বোনেরা আর পাঁচটা বিয়ের বাড়ির মতোই দিদির বিয়েতে হাজার একটা পরিকল্পনা করে। যার মধ্যে একটি হল জামাইবাবুর জুতো চুরি। এই রীতি প্রায় অনেক সম্প্রদায়ের মধ্যেই কম বেশি দেখা যায়।

Follow Us

এই ভিডিয়োতে ক্যাটরিনা কাইফকে যেন চেনাই দায়। তিনি তৈরি করেছেন একটি ভিডিয়ো এবং সেখানে তাঁকে দেখা যায় হার্লে কুইনের চরিত্রে। সবচেয়ে মজার বিষয়, এই ভিডিয়োতে ক্যাটরিনা কাইফের পরিচালক হিসেবে কাজ করেছেন তাঁর স্বামী অভিনেতা ভিকি কৌশক।

সম্প্রতি একটি ভিডিয়ো শুট করেছেন ক্যাটরিনা কাইফ। শুটিংয়ের নেপথ্যে কী-কী ঘটেছে, তা একটি ভিডিয়ো মারফত শেয়ার করেছেন ক্যাটরিনা। ডিসি কমিক চরিত্র হার্লে কুইনের ভূমিকায় দেখা যায় ক্যাটরিনাকে। হার্লের সিগনেচার বেসবল টুপি পরেছেন ক্যাটরিনা। তাঁর হাতে দেখা যায় একটি বন্দুকও। ভিকিকে দেখা যায়, তিনি ক্যাটরিনাকে শেখাচ্ছেন কীভাবে ক্যামেরার সামনে বন্দুক ধরতে হয়।

বিটিএস (বিহাইন্ড দ্য সিন) ভিডিয়ো শেয়ার করে ভিকির উদ্দেশে ক্যাটরিনা লিখেছেন, “যখন স্বামী পরিচালক হয়ে যান”।

এই ভিডিয়োয় ভি-ক্যাটের ভক্তরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, “আপনারা খুব কিউট”। একজন লিখেছেন, “দারুণ দেখতে লাগছে”। একজন কমেন্ট করেছেন, “ভিকি সবচেয়ে কিউট”।

২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বিয়ে করেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। শোনা যায়, তার আগে নাকি অনেকদিনের সম্পর্ক ছিল দু’জনের। তবে এই ব্যাপারে কোনওদিনও একবারের জন্যেও মুখ খোলেননি ভিকি-ক্যাট কেউই। কেবল, বিয়ের পর ছবি শেয়ার করে ভালবাসার কথা লিখেছিলেন। আর একমাসের অপেক্ষা, তারপরই প্রথম বিবাহবার্ষিকী পালন করবেন এই তারকা দম্পতি।

Next Article