Jacqueline Fernandez: ‘জ্যাকলিনকে রক্ষার জন্য আমি রয়েছি’, আদালতে দাঁড়িয়ে ঘোষণা সুকেশের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 25, 2023 | 11:39 AM

Jacqueline Fernandez: সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। অতিরিক্ত চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম রয়েছে তাঁর।

Jacqueline Fernandez: জ্যাকলিনকে রক্ষার জন্য আমি রয়েছি, আদালতে দাঁড়িয়ে ঘোষণা সুকেশের
তে দাঁড়িয়ে ঘোষণা সুকেশের

Follow Us

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। অতিরিক্ত চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম রয়েছে তাঁর। তবে ‘প্রেমিকা’ জ্যাকলিনকে কাঠগড়ায় দাঁড় করাতে একেবারেই নারাজ সুকেশ। শুক্রবার তাঁকে ওই মামলায় আদালতে পেশ করা হলে সুকেশ দাবি করেন, আর্থিক তছরূপে জ্যাকলিনের কোনও হাত নেই। তিনি বলেন, “ওকে চিন্তা করতে হবে না। আমি আছি ওকে রক্ষা করা জন্য।” এখানেই শেষ নয়, কিছু দিন আগেই পার হয়েছে প্রেমদিবস। ওই দিনও দিল্লি হাইকোর্টে যাওয়ার সময় এক সাংবাদিককে তিনি অনুরোধ করেন, জ্যাকলিনকে তাঁর হয়ে প্রেমদিবসের শুভেচ্ছা জানাতে। যদিও জ্যাকলিন দাবি করেছেন, ভালবাসার নামে তাঁকে ব্যবহার করেছেন সুকেশ। এই মন্তব্য শুনে সুকেশের পাল্টা প্রতিক্রিয়া, “আমি এই নিয়ে মন্তব্য করব না। ওর এই সব বলার কারণ আছে। যখন তুমি কাউকে ভালবাস, তুমি চেষ্টা কর তাঁকে রক্ষা করতে।”

তবে শুধু জ্যাকলিন নয়, সুকেশ মামলায় নাম জড়িয়েছে আর এক বলিউড ডিভার। তিনি নোরা ফতেহি। নোরাকে নিয়ে যদিও বিস্ফোরক মন্তব্য সুকেশের। জ্যাকলিনকে নাকি হিংসা করতেন নোরা– বয়ানে এমনটাই দাবি তাঁর। এখানেই শেষ নয়, সুকেশের আরও দাবি নোরা নাকি তাঁকে দিনে দশ বার ফোন করতেন। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আইনজীবী অনন্ত মল্লিক ও একে সিংয়ের মাধ্যমে বয়ানে সুকেশ বলেন, “আমি নোরাকে পাত্তা দিতাম না। কিন্তু ও তাও আমাকে বিরক্ত করে যেত।” এর আগে সুকেশকে নিয়ে মন্তব্য করেছিলেন নোরা। তিনি দাবি করেন, সুকেশ নাকি তাঁকে বড় বাড়ি ও বিলাসবহুল জীবন যাত্রা দেওয়ার দাবি করেছিল। পরিবর্তে তাঁকে তাঁর প্রেমপ্রস্তাব গ্রহণ করতে হত।” এরই পাল্টা সুকেশের দাবি, এমনটা মোটেও না। জ্যাকলিনের বিরুদ্ধে নাকি সুকেশকে নাতি নেতিবাচক কথা বলে মগজধোলাই করতেন নোরা। নোরাকে নিয়ে তিনি বয়ানে আরও বলেন, “যা যা পছন্দের জিনিস, সে সবের ছবি আমায় পাঠাত। যে যে দামি ব্যাগ আছে ওর সেই দাম ওকে দিতে বলুন। ও পারবে না। এক একটা ব্যাগের দামি দুই কোটি করে।”

এর আগে জ্যাকলিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন নোরা। তাঁর অভিযোগ ছিল, সুকেশ মামলায় তাঁর নাম টেনে অভিনেত্রী তাঁর মানহানি করেছেন। আগামী ২৫ মার্চ ওই মামলার শুনানি হওয়ার কথা। অন্যদিকে সুকেশের প্রসঙ্গে বয়ান রেকর্ড করতে গিয়ে ভেঙে পড়েন জ্যাকলিন। তাঁর বয়ানে জ্যাকলিন বলেন সুকেশ তাঁর আবেগ ও তাঁর কেরিয়ার নিয়ে ছিনিমিনি খেলেছে। জেল থেকেও নাকি তাঁকে ফোন করতেন সুকেশ। তিনি যে জেলে আছেন তাও জ্যাকলিন জানতেন না বলেই দাবি অভিনেত্রীর।

Next Article