Kartik-Kriti: কার্তিকের জন্মদিনে কৃতি নিজেকে তাঁর জীবনের যা বললেন, তাতে ভক্তরা আশাবাদী!

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Nov 22, 2022 | 3:55 PM

Kartik-Kriti: কৃতি শ্যাননের সঙ্গে ‘শেহজাদা’ ছবি যা ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের সময় মুক্তি পাওয়ার কথা।

Kartik-Kriti: কার্তিকের জন্মদিনে কৃতি নিজেকে তাঁর জীবনের যা বললেন, তাতে ভক্তরা আশাবাদী!
যে অভিনেত্রীর সঙ্গেই তিনি পর্দায় কাজ করেন, যাঁর সঙ্গেই তিনি সামন্য বন্ধুত্ব করেন, তাঁর সঙ্গেই পরের দিন থেকে শুরু হয়ে যায় নতুন রটনা। বিষয়টা তাঁর জন্য যথেষ্ট খারাপ লাগার।

Follow Us

৩২তম জন্মদিন কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) আজ। মধ্যরাতে সারপ্রাইজ পার্টি পান তিনি পরিবার থেকে। চকলেট কেক কাটেন। যার ছবি তিনি স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। আর এখানেই একটা অন্য রকম গল্প পাওয়া গেল। কার্তিকের করা পোস্টে তাঁর ভক্তরা তো কমেন্ট করেছেনই, ইন্ডাস্ট্রির বন্ধুরাও শুভেচ্ছা সহযোগে করেছেন মন্তব্য। যার মধ্যে তাঁর অন্যতম বন্ধু সহনায়িকা কৃতি শ্যাননের (Kriti Sanon) কমেন্ট বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি কমেন্টে লিখেছেন, “শুভ জন্মদিন বুনটু….আমি তোমার জীবনে সবচেয়ে সেরা উপহার…সঙ্গে থাকো”। এই একটা লাইন কার্তিক-কৃতি-দুইজনের ভক্তদের মধ্যেই একটা আশা জাগিয়েছে। কারণ তাঁদের একসঙ্গে দেখলে ভক্তরা সেরা জুটি হিসেবে দেখেন তাঁদের। দুইজনের সম্পর্ক নিয়েও চলে আলোচনা। এবার কৃতির এই মন্তব্য তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে জল্পনা শুরু বি-টাউনে।

কার্তিক জন্মদিনে বাবা-মায়ের সঙ্গে ছিল তাঁর পোষ্য কাটোরি। সেই কেক কাটার ছবি পোস্টের সঙ্গে তিনি দিয়েছেন ক্যাপশনও। লিখেছেন, “আমি আমার প্রতি জন্মদিনে তোমার কোকি হয়ে জন্মাতে চাই।জন্মদিনের মিষ্টি সারপ্রাইজের জন্য ধন্যবাদ মা-বাবা, কাটোরি এবং কিকি”। তাঁর এই পোস্টে বন্ধু আয়ুষ্মান খুরানা লিখেছেন ‘শুভ জন্মদিন কা’। অভিনেত্রী রকুল প্রীত তাঁকে তারকা বলে উল্লেখ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গে এই বছর তাঁর জন্য ছিল আশ্চর্য়জনক বলে উল্লেখ করেন। পাশাপাশি তাঁর সীমাহীন আকাশ হতে পারে বলেও মনে করেন তিনি। রণিত রায় লিখেছেন, “শুভ জন্মদিন। আই লাভ ইউ কোকি”।

 

এক ভক্ত কার্তিকের প্রতি ক্রাশ রয়েছে জানিয়ে কমেন্ট বাক্সে লিখেছেন, “আমার এক এবং একমাত্র প্রিয় অভিনেতা এবং আমার স্বপ্নের ক্রাশের শুভ জন্মদিন। আপনি যেভাবে জ্বলজ্বল করছেন সেভাবে সর্বদা উজ্জ্বল থাকবেন। সুখী এবং সুস্থ থাকুন সবসময়। আপনাকে অনেক ভালোবাসি, জানি আমি কোনও উত্তর পাব না আপনার কাছ থেকে, কিন্তু আমি সত্যিই আপনার পাগল ভক্ত। আর জীবনে একবার আপনার সঙ্গে দেখা করা আমার স্বপ্ন এবং আমি অবশ্যই করতে চাই”। আর এক ভক্ত লিখেছেন, “শুভ জন্মদিন কার্তিক। আকাশের দিকে ঘুষি চালিত করুন”।

কার্তিক ২০১১ সালের ছবি ‘পেয়ার কা পঞ্চনামা’ থেকে নিজের কেরিয়ার শুরু করেছেন। তিনি এই বছর বলিউডের সর্বোচ্চ ব্যবসা করা সিনেমাগুলোর মধ্যে একটি- ‘ভুল ভুলাইয়া ২’ ছবির নায়ক। এই ছবির নায়িকা কিয়ারা আডভানির সঙ্গেই ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে কাজ করছেন। এছাড়াও তিনি ২ ডিসেম্বর ডিজনি+ হটস্টারে ‘ফ্রেডি’ ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এবং কৃতি শ্যাননের সঙ্গে ‘শেহজাদা’ ছবি যা ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের সময় মুক্তি পাওয়ার কথা। এই ছবির টিজার আজ মুক্তি পেয়েছে যার ইঙ্গিত দিয়েই কৃতি তাঁর শুভেচ্ছা বার্তাটি পাঠিয়েছেন।

 

Next Article