Animal: মানুষ খাবেন ববি; ‘অ্যানিম্যাল’-এ এ কোন রূপে ধর্মেন্দ্রপুত্র?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 16, 2023 | 12:31 PM

Bobby Deol: সম্প্রতি 'অ্যানিম্যাল'-এর একটি প্রোমোর অংশ ভাইরাল হয়েছে নেট মহলে। সেখানে দেখা যাচ্ছে, হাতে ছুরি নিয়ে বিনা শার্টে ঘর থেকে বেরিয়ে আসছে ববি। এত ভয়ানক রূপে তাঁকে কোনওদিনও কোনও ছবিতে দেখা যায়নি। ববি বলেছেন, "বলতে পারব না ওই দৃশ্যে ঠিক কী করেছি আমি। কিন্তু এটুকু বলতে পারি, দারুণ কিছু একটা করেছি। আমি সেখানে কিছু একটা খেয়েছি।"

Animal: মানুষ খাবেন ববি; অ্যানিম্যাল-এ এ কোন রূপে ধর্মেন্দ্রপুত্র?
ববি দেওল।

Follow Us

প্রত্যেকবারই পুরুষদের এক ভয়াল রূপ পর্দায় তুলে ধরেন দক্ষিণ ভারতীয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। প্রমাণ ‘কবীর সিং’ এবং ‘অর্জুন রেড্ডি’। তাঁর আসন্ন ছবির নাম ‘অ্য়ানিম্যাল’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। রয়েছেন রশ্মিকা মন্দানাও। তিনিই ছবির নায়িকা। এবং রণবীরের বাবার চরিত্রে রয়েছেন অনিল কাপুর। সেই ছবিতেই এক ভয়ানক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ববি দেওলকে। সম্প্রতি একটি প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আসে ‘অ্যানিম্যাল’-এর। এই ছবি নিয়ে মানুষের ঠিক তেমনই উন্মাদনা, যেমনটা আছে সলমন খানের ‘টাইগার থ্রি’ নিয়ে। সম্প্রতি একটি চলচ্চিত্র উৎসবে গিয়ে ‘অ্যানিম্যাল’-এ তাঁর চরিত্র সম্পর্কে কথা বলেছেন ববি। তাতে অনুরাগীদের মনে হয়েছে চরিত্রটির মধ্যে নরখাদকের চিহ্ন রয়েছে। এটিকেই মনে করা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে ‘ভায়োলেন্ট’ ছবি।

সম্প্রতি ‘অ্যানিম্যাল’-এর একটি প্রোমোর অংশ ভাইরাল হয়েছে নেট মহলে। সেখানে দেখা যাচ্ছে, হাতে ছুরি নিয়ে বিনা শার্টে ঘর থেকে বেরিয়ে আসছে ববি। এত ভয়ানক রূপে তাঁকে কোনওদিনও কোনও ছবিতে দেখা যায়নি। ববি বলেছেন, “বলতে পারব না ওই দৃশ্যে ঠিক কী করেছি আমি। কিন্তু এটুকু বলতে পারি, দারুণ কিছু একটা করেছি। আমি সেখানে কিছু একটা খেয়েছি।”

‘অ্য়ানিম্যাল’ ছবিতে খলচরিত্রে অভিনয় করেছেন ববি। সেখানে রণবীর কাপুরের বাবা অনিল কাপুরকে হত্যা করে ববির চরিত্রটি। আগামী সপ্তাহে মুক্তি পাবে ‘অ্যানিম্যাল’-এর ট্রেলার। ২০২৩ সালের ২৮ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে সেই ছবি।

Next Article