Vivek Agnihotri: ‘বলিউড কি বোবা, কালা, অন্ধ?’ প্রশ্নটা তুলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Oct 29, 2022 | 4:27 PM

Vivek Agnihotri: বিভিন্ন বিষয়ে নিজের মতামত সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকেন বিবেক।

Vivek Agnihotri: ‘বলিউড কি বোবা, কালা, অন্ধ?’ প্রশ্নটা তুলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী
বলিউডকে কেন বোবা, কালা, অন্ধ বলেছেন বিবেক?

Follow Us

‘বলিউড কি বোবা, কালা, অন্ধ?’ প্রশ্নটা তুলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক কেন হঠাৎ এই প্রশ্ন তুলেছেন। বিভিন্ন বিষয়ে নিজের মতামত সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকেন বিবেক। তিনি এবার বলিউডের দিকে আঙুল তুলেছেন বিশাল টাকা লগ্নি করে ছবি তৈরি করার বিষয়ে। স্টার, মার্কেটিং, ডিস্ট্রিবিউশনে মোটা টাকা খরচ করার পরও একের পর এক ছবি ফ্লপ। মালায়ালাম ছবি ‘কান্তারা’-র প্রশংসা করে বিবেক বলিউডের নির্মাতাদের খোঁচা দিয়েছেন। নিজের ‘দ্য কাশ্মীর ফাইলস’ সহ ‘কান্তারা’, ‘রকেস্ট্রি: নামবি এফেক্ট’, ‘কার্তিকেয়া ২’ ছবির উল্লেখ করে বিবেক টুইটারে মন্তব্য করেন, “বড় তারকা, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন সহায়তা ছাড়াই ৪টে ছোট বাজেটের ছবি ৮০০ কোটি ব্যবসা করেছে। এই ৪টে ছবি তৈরি করতে ৭৫ কোটিরও কম খরচ হয়েছে। বলিউড কি বোবা, কালা, অন্ধ হয়ে গিয়েছে, এই সহজ অঙ্কটা বোঝে না, শেখে না এর থেকে?” ঋষভ শেট্টি এবং আর মাধবনকে টুইটে ট্যাগ করেন বিবেক।

 

বিবেকের এই টুইট নিয়ে নেটিজ়েনরা দ্বিধা বিভক্ত। বিবেকের উল্লেখিত ছবিগুলো মধ্যে বড় স্টার ছিল না এই বিষয়ে একজন লেখেন, “রকেস্ট্রিতে বড় তারকা ছিল না বলা ভুল, কারণ মাধবন দক্ষিণে একজন তারকা। ছবির তালিম আর হিন্দি সংস্করণে সুরিয়া এবং শাহরুখ খান ছিলেন অতিথি শিল্পী রূপে”। “অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার সকলেই বড় অভিনেতা। আপনি ঘৃণা আর নেতিবাচকতা ছড়াচ্ছেন চারিদিকে, ভদ্র হন” আর একজন নেটিজ়েন লিখেছেন।

তবে বিবেকের পাশে দাঁড়িয়েছেন এমন মানুষও আছেন। একজন লিখেছেন, “দর্শকদের স্বাদ বদলাচ্ছে। প্রতিভান শিল্পীদের ভাল গল্প রয়েছে এমন ছবি দেখতে পছন্দ করছেন দর্শক, নাকি স্টারকিডদের ছবি যাঁরা ঠিক মতো হিন্দিটাও বলতে পারেন না”। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির অসামান্য সাফল্যের পর বিবেক তাঁর পরবর্তী ছবি ‘দ্য দিল্লী ফাইলস’-এর ঘোষণা করেছেন।