আবারও মা হতে চলেছেন রানি মুখোপাধ্যায়? এক ভাইরাল ভিডিয়ো ঘিরেই ক্রমশ গাঢ় হচ্ছে জল্পনা। কী রয়েছে সেই ভিডিয়োতে, যা নিয়ে চলছে এত হইচই? মুম্বইয়ের প্রসিদ্ধ সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিয়ে বের হচ্ছিলেন রানি। সেখানেই তাঁর দেখা পায় পাপারাজ্জি। ভক্তরাও প্রিয় অভিনেত্রীকে দেখে সেলফি তোলার আবদার নিয়ে এগিয়ে আসে। রানিও হাসিমুখে ভক্তদের সঙ্গে তোলেন সেলফি। পরেছিলেন সালোয়ার কামিজ। ক্যামেরা তাঁর দিকে তাক করতেই দেখা যায় ওড়না দিয়ে নিজের পেট ঢাকার চেষ্টা করছেন তিনি। আর সেখান থেকেই এই জল্পনার সূত্রপাত। নেটিপাড়ায় একাধিক মন্তব্য, “রানি কি আবারও মা হচ্ছেন”? যদিও অনেকে আবার এই জল্পনার বিরোধিতাও করেছেন। তাঁদের মতে ওজন বৃদ্ধি হয়েছে রানির, তিনি মোটেও মা হচ্ছেন না। রানি যদিও এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে করিনা কাপুরের মা হওয়ার গুঞ্জনও রটে। তাঁর এক ছবি ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় নানা আলোচনা। যদিও করিনা এই নিয়ে একটি পোস্টও করেন। তিনি সাফ জানিয়ে দেন মা তিনি আর হচ্ছেন না। মজা করে লেখেন, “সইফ ইতিমধ্যেই দেশের জনসংখ্যা অনেকটাই বাড়িয়েছে। আর চায় না”। করিনা গুঞ্জনে ছাই ঢাললেও বলিপাড়া কিন্তু আরও দুই অভিনেত্রীর মা হওয়ার খবরে ইতিমধ্যেই মশগুল। আলিয়া ভাট ও সোনম কাপুর মা হতে চলেছেন খুব শীঘ্রই। অন্যদিকে ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন রটলেও তা শুধুই গুঞ্জন বলেই ধারণা।
২০১৫ সালে মা হন রানি মুখোপাধ্যায়। তাঁর সন্তানের নাম আদিরা। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে চান রানি। সন্তানকে নিয়েও প্রকাশ্যে আসতে দেখা যায় না তাঁকে। লাইমলাইট ছোট থেকেই আদিরার জীবনের সঙ্গী হোক তা একেবারেই পছন্দ নয় রানির। তবে এক সাক্ষাৎকারে রানি একবার জানিয়েছিলেন তিনি চান মেয়ে বড় হয়ে নাচ শিখুক। একই সঙ্গে জানান, তিনি কখনওই চান না মেয়ের হোমওয়ার্কে সাহায্য করতে। নিজের কাজ নিজেই করতে শিখুক আদিরা, এমনটাই ইচ্ছে রানি মুখোপাধ্যায়ের।
দেখুন সেই ভিডিয়ো