গত দু’মাসে শিল্পা শেট্টির ব্যক্তিগত জীবনে বিপর্যয় নেমে এসেছে। পর্নকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন স্বামী রাজ কুন্দ্রা। আজ সোমবার দুই মাস পরে ৫০ হাজার টাকা বন্ডে জামিন পেয়েছেন রাজ। ইতিমধ্যেই ছেলে এবং মেয়েকে নিজের উপার্জনে বড় করার সিদ্ধান্ত নিয়েছেন শিল্পা। বড় পর্দার কাজ প্রায় করছেন না। রাজ কাণ্ডে হারিয়েছেন বেশ কিছু বিজ্ঞাপনের কাজও। শুধুমাত্র ‘সুপার ডান্সার চ্যাপ্টার ফোর’-এ বিচারকের দায়িত্ব সামলাচ্ছিলেন। এ বার কি সেই দায়িত্ব থেকেও নিজেকে সরিয়ে নেবেন শিল্পা?
সদ্য এই রিয়ালিটি শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দা এবং চ্যাঙ্কি পান্ডে। পারি নামের জনৈক প্রতিযোগী সুপার গুরু পঙ্কজকে সঙ্গে নিয়ে ‘দুলহে রাজা’ ছবির গান ‘ক্যায়া লাগতি হ্যায় হায় রাব্বা’-য় পারফর্ম করেন তাঁরা। তা দেখে মুগ্ধ হয়ে যান শিল্পা। তিনি বলেন, “আমি এই শো ছেড়ে চলে যাচ্ছি। বিচার করার যোগ্যতা নেই আমার।”
আসলে ওই প্রতিযোগীর পারফরম্যান্স দেখে শিল্পার মনে হয়েছিল, তিনি হয়তো এমন পারফর্ম করতে পারবেন না। সে কারণেই বিচারকের আসন ছেড়ে দেওয়ার কথা বলেন। বাকি বিচারকরাও ওই পারফরম্যান্সের অত্যন্ত প্রশংসা করেন।
১৯ জুলাই, ২০২১। এক লহমায় অনেকটাই বদলে গিয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির জীবন। পর্ন ভিডিয়ো তৈরি এবং একটি অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে সে দিনই রাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। শিল্পা এই ঘটনায় সরাসরি জড়িত কি না, তার এখনও কোনও প্রমাণ পায়নি পুলিশ।
কয়েকদিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বইয়ের ছবি শেয়ার করেছিলেন শিল্পা। সেখানে কার্ল বার্ড-এর একটি কোটেশন ছিল। যেখানে লেখা ছিল, ‘যদিও কেউ গিয়ে আবার নতুন করে শুরু করতে পারে না। যে কেউ এখন থেকে শুরু করতে পারে এবং একটা নতুন শেষের সূচনা করতে পারে।’ যে পরিচ্ছদ শিল্পা পড়ছিলেন তার নাম ‘নিউ এন্ডিং’। সেখানে ছিল, ‘যে ভুল সিদ্ধান্ত আমরা নিই, যে ভুল জীবনে করি, যে বন্ধুদের কষ্ট দিই, তা আলোচনা আমরা সময় নিয়ে করতে পারি। কিন্তু তার জন্য ধৈর্য্য ধরতে হবে। আমরা অতীত পরিবর্তন করতে পারব না। যতই আলোচনা করি না কেন, সেটা সম্ভব নয়। কিন্তু আমরা নতুনের দিকে এগিয়ে যেতে পারি। ভাল সিদ্ধান্ত নিতে পারি। পুরনো ভুল এড়িয়ে চলতে পারি। যাঁরা আমাদের চারপাশে রয়েছেন, তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করতে পারি। অন্তত ভবিষ্যৎ আমি যেমন চাইছি, তেমন তৈরি করতে পারি।’
আরও পড়ুন, Bappi Lahiri: স্বরযন্ত্র বিকল হওয়ার খবর ভুয়ো, সোশ্যাল বার্তায় জানালেন বাপ্পি