‘প্রেয়সী’কে ছবি থেকে বাদ, সহ্য হয়নি দাউদের! পরদিনই খুন হন পরিচালক
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Dec 26, 2023 | 5:33 PM
Dark Truth: দাউদ ইব্রাহিম---বলিউডে ৮০-৯০-এর দশকে তাঁর প্রতিপত্তির কথা কারও অজানা নয়। দাউদের কথার অমান্য হওয়া মানে নিজে যেচে বিপদ ডেকে আনা-- এই কুখ্যাত গ্যাংস্টারের নানা কাহিনী ছড়িয়ে ছিটিয়ে বলিউডের অন্দরে।
1 / 8
দাউদ ইব্রাহিম---বলিউডে ৮০-৯০-এর দশকে তাঁর প্রতিপত্তির কথা কারও অজানা নয়। দাউদের কথার অমান্য হওয়া মানে নিজে যেচে বিপদ ডেকে আনা-- এই কুখ্যাত গ্যাংস্টারের নানা কাহিনী ছড়িয়ে ছিটিয়ে বলিউডের অন্দরে।
2 / 8
এমনই এক হাড়হিম করা ঘটনার কথাই তুলে ধরা হল টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে। প্রেয়সীকে ছবি থেকে বাদ দিয়েছিলেন বলে পরিচালকের উপর এতটা নিষ্ঠুর হতে পারেন তিনি! কেউ ভাবতেও পারেননি। এমনই ছিলেন দাউদ ও তাঁর সঙ্গীসাথীরা।
3 / 8
অনিতা আয়ুব-- পাকিস্তানের এই অভিনেত্রী ভারতে এসেছিলেন কাজের খোঁজে। দুর্ধর্ষ সুন্দরী ছিলেন তিনি। তাই এ দেশে কাজ পেতেও খুব একটা অসুবিধে হয়নি তাঁর। ১৯৯৩ সালে 'প্যায়ার কা তারানা' ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ হয় তাঁর।
4 / 8
দেব আনন্দের ছবি। অল্প সময়েই নজর কাড়েন তিনি। তবে খুব শীঘ্রই অনিতার নামে ওঠে বড় অভিযোগ। দাউদ ঘনিষ্ঠ হিসেবে বলিউডে পরিচিত হতে থাকেন তিনি। এমনকি ১৯৯৩ সালে মুম্বই হামলার নেপথ্যেও তাঁর হাত ছিল-- ওঠে এমন মারাত্মক অভিযোগও।
5 / 8
কিন্তু 'পিকচার অভি বাকি থি'। সে সময় জাভেদ রিয়াজ সিদ্দিকী নামে এক প্রযোজক-পরিচালকের আগমন ঘটে। বিনোদ খান্না, মিঠুন চক্রবর্তী, রাজ বব্বরকে নিয়ে এক একটি ছবি তৈরি করছিলেন তিনি। সে সময় অনিতাকেও ওই ছবিতে নেওয়ার জন্য অন্ধকার জগতের চাপ আসতে শুরু করে।
6 / 8
নেপথ্যে সেই একই ব্যক্তি ও তাঁর ডান হাত আবু সালেম। পরিচালক প্রথমটায় রাজিও হয়ে যান। কিন্তু শীঘ্রই তিনি বুঝতে পারেন অনিতাকে ওই ছবিতে নেওয়ার কোনও মানে হয় না। কোনও ভাবেই তাঁর চরিত্রটিকে দাঁড় করাতে পাচ্ছেন না তিনি।
7 / 8
তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন সিদ্দিকী। আর এর পরেই ঘটে যায় সেই হাড়হিম করা ঘটনা। দাউদের পছন্দের মানুষ বাদ আর তিনি চুপ থাকবেন তা কী করে হয়? ১৯৯৪ সালের ৭ জুন...
8 / 8
মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় গুলি করা হয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিদ্দিকীর। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। নেপথ্যে দাউদের দলবল, এ অভিযোগ উঠলেও তা প্রমাণিত আজও হয়নি...