Jawan Box Office: ভারত-পাক ম্যাচের মুখে ‘জওয়ান’ ঝড়ের পারদ পতন, কম কোটি কমল আয়?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 12, 2023 | 11:55 AM

Jawan: সকাল থেকে অফিসের চাপে টিকিট বিক্রি খানিকটা কম ছিল, যদিও এই কম প্রসঙ্গ আগের চার দিনের তুলনামূলক হিসেব। আর সন্ধ্যের পর ভারত-পাকিস্তান ম্যাচ-এর জন্য প্রেক্ষাগৃহে খুব একটা দর্শক থাকল না।

Jawan Box Office: ভারত-পাক ম্যাচের মুখে জওয়ান ঝড়ের পারদ পতন, কম কোটি কমল আয়?
জওয়ান: শাহরুখ খান অভিনীত ছবি জওয়ান ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। এই ছবির মোট দাম পড়ে ২০০ কোটি টাকা। আগাম বিক্রি হয় কিং খানের এই ছবি। ছবি মুক্তি পাবে আগামী বছর। তার আগে পাঠান অপেক্ষায়।

Follow Us

‘জওয়ান’ ছবির বক্স অফিস আয় অপ্রতিরোধ্য, সত্যি কি তাই? মাত্র পাঁচ দিনে ছবি ইতিমধ্যে জায়গা করে নিয়েছে ৫০০ কোটির বক্স অফিস কালেকশন ক্লাবে। বিশ্বজুড়ে বলিউডের জন্য যা রেকর্ড। তবে বিনোদনের বাদশা কোথাও গিয়ে যেন বেগ পেল ভারতীয় দর্শকের চোখে বিনোদনের রাজার কাছে। আর কী এই বিনোদনের রাজা? দর্শকদের নজরে ভারত-পাকিস্তান ম্যাচ। সোমবার ক্রিকেট বিশ্বকাপে ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়াটাই ‘জওয়ান’ ছবির জন্য খানিকটা সমস্যা তৈরি করে। সকাল থেকে অফিসের চাপে টিকিট বিক্রি খানিকটা কম ছিল, যদিও এই কম প্রসঙ্গ আগের চার দিনের তুলনামূলক হিসেব। আর সন্ধ্যের পর ভারত-পাকিস্তান ম্যাচ-এর জন্য প্রেক্ষাগৃহে খুব একটা দর্শক থাকল না।

যেখানে ছবি প্রথম দিনে ৭৫ কোটি টাকা আয় করেছে কেবল ভারতের বক্স অফিসে, রবিবার ছবি ৮0 কোটি টাকা আয় করেছে ভারতের বক্স অফিসে, সেখানে রাতারাতি ৫০ কোটি টাকার পতন দেখলেও ‘জওয়ান’ ছবি। অর্থাৎ রবিবার যেখানে ছবির ঝুলিতে ৮০ কোটি টাকা ঢোকে সেখানেই সোমবার মাত্র ৩০ কোটি টাকায় ইতি টানে ‘জওয়ান’ কালেকশন। যদিও সোমবারের এই আয় যোগ করেন ইতিমধ্যেই ছবি ৩০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। ভারতের বুকে সব ভাষার ‘জওয়ান’ ছবির মোট আয় এখনও পর্যন্ত ৩১৬ কোটি টাকা। বিশ্বের দরবারে যা ৫০০ কোটি ছাড়িয়েছে।

বিরাট কোহলি কে.এল রাহুলের ছক্কা হাকানো দেখবে বলে এদিন সন্ধ্যে থেকেই যেন মুখিয়ে ছিলেন দর্শকেরা। যদিও বলিউড বক্স অফিসের ইতিহাস লক্ষ্য করলে এক দিনে ৩০ কোটি আয় নেহাতই কম নয়। তবে ‘জওয়ান’ ছবি গড়ে যেখানে ৬০ কোটি টাকা করেন প্রতিদিন ঘরে তুলছিল, সেই নিরিখে দেখতে গেলেন এই ছবির আয় সোমবার বেশ কিছুটা নিম্নমুখী হল তো বটেই। যদিও মঙ্গলবার ছবির আয় আবারও উঠবে বলে অনুমান সিনেমা পাড়ার। এখন দেখার প্রথম সপ্তাহে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত ছবি আয় কত কোটিতে গিয়ে দাঁড়ায়। প্রাথমিকভাবে সকলেরই ধারণা এই ছবি ‘পাঠান’ ছবির বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে যাবে। ‘জওয়ান’ নয়া ইতিহাস গড়বে বলিউডের। আর সেই আশাতেই বুক বেঁধে সিঙ্গেল স্ক্রিন রমরমে ব্যবসা করছে ও আগামী কয়েক দিন করে যাওয়ার স্বপ্ন দেখছে। এখন দেখার কত কোটিতে গিয়ে থামে শাহরুখ খানের ‘জওয়ান’ ঝড়।