জয়া বচ্চন নাকি প্রথম থেকেই ছেলের বৌকে একেবারেই পছন্দ করতেন না! ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সাংসারিক অশান্তির কথা যখন থেকে সামনে এসেছে ঠিক তখনই সামনে আসছে একের পর এক তথ্য। শোনা যাচ্ছে মেয়েকে নিয়ে বচ্চন মহল থেকে আলাদা থাকা শুরু করেছেন রাই-সুন্দরী। এই মতের অমিল কেন? কলকাঠি কি নেড়েছেন জয়াই। ফিসফাস বলছে, ‘মাথাগরম’ জয়ার সঙ্গে নাকি প্রথম থেকেই সেভাবে সখ্য গড়ে ওঠেনি জয়ার। সে প্রমাণ অবশ্য মিলেছিল বছর ১৩ আগের এক সাক্ষাৎকারে। সকলের সামনেই সেদিন জয়া দিয়েছিল সম্মান শেখানোর পাঠ। কী বলেছিলেন জয়া?
তিনি বলেছিলেন,”আমার যদি কিছু পছন্দ না হয়, ওকে আমি সেটা সোজাসুজি বলব। আমি কখনও পিছনে গিয়ে পলিটিক্স করি না। ও যদি আমার কথার সহমত না হয়, তবে ও নিজে ভাব প্রকাশ করছে।” শুধু কি তাই? রাখঢাক না করেই জয়া বলেছিলেন, তিনি চান পুত্রবধূ তাঁকে আরও সম্মান করুক। তিনি যোগ করেন, “আমার বয়স হচ্ছে আমি যদি কিছু বলেও ফেলি ওর সম্মান দেওয়াটা দরকার। ওর সময় নেই। তবে হ্যাঁ যখনই সময় পাওয়া যায় আমরা একসঙ্গে বসে কথা বলি।” সবটাই কি ঝগড়া-অশান্তি? তা হয়তো নয়, জয়া এও বলেছেন, শাশুড়ি-বৌমা মিলে নিজেদের মতো গল্প করেন সারাদিন।
বিগত বেশ কিছু মাস ধরেই শোনা যাচ্ছে অভিষেক ও ঐশ্বর্যার সম্পর্কের অবনতির কথা। কেন অবনতি? এখানেও কিন্তু ভিলেন সেই জয়াই। সূত্র জানাচ্ছে, ঐশ্বর্যার সমস্যা অভিষেকের সঙ্গে নয়। জয়ার সঙ্গে অশান্তির কারণে আলাদা থাকছেন তিনি। সম্প্রতি মেয়ের বার্ষিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক ও ঐশ্বর্যাকে। হাজির ছিলেন অমিতাভ বচ্চনও। তবে জয়ার না আসা গুঞ্জনকে আরও ঘনীভূত করেছে। দীর্ঘ দিনের বিবাহিত সম্পর্ক তাঁদের। বচ্চন পরিবারে বিচ্ছেদের চল খুব একটা নেই। শোনা যাচ্ছে, সেই কারণেই আপাতত বিচ্ছেদের দিকে হাঁটতে চাইছেন না অ্যাশ-অভি। আগামী দিনে সব কিছু ঠিক হয় কিনা, এখন সেটাই দেখার।