Bollywood News: করওয়া চৌথের কারণে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন জিতেন্দ্র!

Jeetendra: ‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথি হিসেবে হাজির ছিলেন জিতেন্দ্র। কী ভাবে সে দিন প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন, সেই কাহিনি শেয়ার করেছেন তিনি।

Bollywood News: করওয়া চৌথের কারণে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন জিতেন্দ্র!
জিতেন্দ্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 6:48 PM

কিছুদিন আগেই দেশ জুড়ে পালিত হল করওয়া চৌথ। প্রতি বছর স্বামীর মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মহিলারা। কিন্তু করওয়া চৌথের অনুষ্ঠান যে কাউকে বিমান দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিতে পারে, তা বোধহয় আপনার জানা ছিল না। ঠিক এমন ঘটনাই ঘটেছিল বলিউডের বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্রর জীবনে। সম্প্রতি সেই ঘটনার কথা প্রকাশ্যে শেয়ার করেছেন তিনি।

‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথি হিসেবে হাজির ছিলেন জিতেন্দ্র। কী ভাবে সে দিন প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন, সেই কাহিনি শেয়ার করেছেন তিনি। বিমানে করে এক করওয়া চৌথের দিন চেন্নাই যাওয়ার কথা ছিল জিতেন্দ্র। কিন্তু স্ত্রী শোভা কাপুরের নিয়ম পালনে বিলম্ব হওয়ায় সে দিন বিমান ধরতে পারেননি তিনি। সেই বিমানই পরে দুর্ঘটনার কবলে পড়েছিল বলে জানিয়েছেন অভিনেতা।

ডি রামানাইডুর প্রযোজনায় একটি ছবির শুটিংয়ে সে বছর চেন্নাই যাওয়ার কথা ছিল জিতেন্দ্রর। সন্ধে সাতটার বিমান ছিল। কিন্তু শোভার নিয়ম পালনের জন্য তাঁর দেরি হয়ে যায়। জিতেন্দ্র বলেন, “আমি সে দিন বিমানবন্দরে পৌঁছে দেখি বিমান সাড়ে আটটা, নটার আগে ছাড়বে না। শোভাকে ফোন করে বলেছিলাম, বাড়ি যাচ্ছি। বিমান দেরিতে ছাড়বে। তার মধ্যে তুমি করওয়া চৌথের নিয়ম পালন করে ফেলতে পারবে।”

জিতেন্দ্র জানিয়েছেন, সে সময় তিনি বান্দ্রার পালি হিলে থাকতেন। বাড়ি থেকেই বিমানবন্দর দেখা যেত। চাঁদের দৃশ্যমানতার উপর করওয়া চৌথের নিয়ম নির্ভর করে। সে দিন চাঁদ দৃশ্যমান হতে অনেক সময় নিয়েছিল। ফলে শোভার নিয়ম পালনে দেরি হয়েছিল। জিতেন্দ্র বলেন, “শোভার দেরি হচ্ছিল। আমারও দেরি হয়ে যায় তাতে। আমি বাড়ি থেকেই বীভৎস আওয়াজ শুনতে পেয়েছিলাম। ওই বিমানেই আমার টিকিট ছিল। সে দিন করওয়া চৌথের জন্য আমি বেঁচে গিয়েছিলাম।”

আরও পড়ুন, Bengali Film: ‘কালকক্ষ’র মুকুটে নতুন পালক, ইন্ডিয়ান প্যানোরমা জিতে নিল ছবিটি