AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রকাশ্যে ‘থালাইভি’র ট্রেলার, কেঁদে ফেললেন কঙ্গনা, শেয়ার করলেন ভিডিয়ো

এই ছবির জন্য কম কষ্ট করতে হয়নি কঙ্গনাকে। কুড়ি কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। সঙ্গে নিতে হয়েছিল প্রস্থেটিক মেকআপও। ট্রেলারেও মিলেছে বিস্তর প্রশংসা।

প্রকাশ্যে 'থালাইভি'র ট্রেলার, কেঁদে ফেললেন কঙ্গনা, শেয়ার করলেন ভিডিয়ো
কান্নায় ভেঙে পড়লেন কঙ্গনা।
| Updated on: Mar 23, 2021 | 5:54 PM
Share

জন্মদিনেই মুক্তি পেল কঙ্গনা রানাওয়াতের আগামী ছবি ‘থালাইভি’র ট্রেলার। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার জীবনী নিয়েই ছবি। ট্রেলার লঞ্চের মঞ্চে উঠে কেঁদে ফেললেন কঙ্গনা। সেই ভিডিয়ো শেয়ারও করলেন সোশ্যাল মিডিয়ায়।

ভিডিয়ো শেয়ার করে কঙ্গনা লেখেন, “আমি নিজেকে বাব্বর শেরনি বলি। আমি কখনও কাঁদিনা। কাউকে কাঁদাতেও দিই না। মনে নেই শেষ বার কখন কেঁদেছিলাম। কিন্তু আমি আজ কেঁদেছি। কেঁদে খুব ভাল লাগছে।” ‘থালাইভি’র পরিচালক বিজয়ের প্রসঙ্গে বলতে বলতেই কেঁদে ফেলেন কঙ্গনা। বিজয়ই তাঁর ট্যালেন্টের কদর করেছেন, জানান অভিনেত্রী। এমনকি বলিউডে যেভাবে সাধারণত অভিনেতাদের যেভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে সে পথে না হেঁটে বিজয় যেভাবে তাঁকেও সমগুরুত্ব দিয়েছেন তাতে আপ্লুত কঙ্গনা। তাঁর কথায়, “কীভাবে অভিনেতাদের ট্রিট করতে হয়, কীভাবেই বা ক্রিয়েটিভ পার্টনারশিপ গড়ে তুলতে হবে তা শিখেছি ওর থেকেই।”


এই ছবির জন্য কম কষ্ট করতে হয়নি কঙ্গনাকে। কুড়ি কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। সঙ্গে নিতে হয়েছিল প্রস্থেটিক মেকআপও। ট্রেলারেও মিলেছে বিস্তর প্রশংসা। সেলেব থেকে সাধারণ– কঙ্গনার অসাধারণ অভিনয় নজর কেড়েছে সবার। ছবিতে কঙ্গনা রানাওয়াত ছাড়াও রয়েছেন অরবিন্দ স্বামী। রয়েছেন যিশু সেনগুপ্ত এবং ভাগ্যশ্রীও। আগামী ২৩ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।