গর্বিত পিতা করণ জোহর। এইভাবেই নিজেকে বলেছেন তিনি। কারণ তিনি প্রথম পিতৃত্ত্বের স্বাদ পান তাঁর এই তিন সন্তানের কাছ থেকে। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির ১০ বছর পূর্তী উপলক্ষে করণ এমনই কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। তার তিন সন্তান হলেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা। দুই স্টার কিড, অন্যজন ইন্ডাস্ট্রির বাইরে। আজ তিন জনেই বলিউডে দাঁপিয়ে কাজ করছেন। আর তাতেই নিজেকে গর্বিত বাবা মনে হচ্ছেন করণে। তিনি নিজের ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করে একটি মজার নোটও লেখেন, “আমার ছাত্রদের সঙ্গে বছরের পর বছর! তাঁদের সিনেমা জার্নির জন্য গর্বিত! এটা কোন রাজ (ই) নয় যে তাঁরা তাঁদের নৈপুণ্যের সঙ্গে এবিসিডি আয়ত্ত করেছেন আর প্রতিভার শেরশাহ হিসেবে আবির্ভূত হয়েছেন! তোমাদেরকে ভালোবাসি!# ১০বছরএসওটিওয়াই (স্টুডেন্ট অফ দ্য ইয়ার)”।
করণের পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। যার মধ্যে মণীশ মালহোত্রা অন্যতম। তিনি লিখেছেন, “একটি বিশেষ সিনেমা, একটি বিশেষ কেরিয়ারের ১০ বছর”।
শুধু ছবি নয়, একটি রিলও করণ শেয়ার করেছেন। তাতেও রয়েছে একটি নোট। যেখানে তিনি স্বীকার করেছেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ একটি ছুটির ছবি হিসেবে শুরু হয়েছিল। তিনি আলিয়ার প্রতি ভালবাসা বর্ষণ করে লিখেছেন, তাঁর বলার কথা নয়, তবে ভালবাসা তো ভালবাসাই। করণ তাঁর সন্তান রুহি এবং যশকে যেমন ভালবাসেন, সিদ্ধার্থ, বরুণ এবং আলিয়াকেও।
করণ লিখেছেন, “এসওটিওয়াই শুরু হয়েছিল যখন আমি একটি “হলিডে ফিল্ম” তৈরি করতে চেয়েছিলাম…. এমন একটি ছবি যা অবশ্যই কোনও সিনেমার পাহাড়ে উঠবে না, কিন্তু একটি সিনেমা যা তারুণ্য, মজাদার এবং বিনোদনমূলক হবে … তখন আমি বুঝতেও পারিনি যে এই চলচ্চিত্রটি আমাকে স্মৃতি বা ব্যবসায়িক সাফল্যের চেয়ে অনেক বেশি কিছু দেবে … আমার পরিচালনার আর্কাইভে এটি সিনেমার থেকে অনেক বেশি দেবে … এই ছবিটি আমাকে আমার সবচেয়ে ভাল তিনটি সম্পর্ক দিয়েছে … সিদ, বরুণ এবং আলিয়া আমার পরিবারে পরিণত হয়েছে… ..আমার মা ছাড়াও তাঁরা হলেন সেই তিনজন ব্যক্তি যাঁদের সঙ্গে আমি মনে করি প্রতিদিন কথা বলি… আমি তখন কখনই জানতাম না যে আমার নিজের সন্তান হবে … কিন্তু আমার প্রথম সংরক্ষণশীল বাবার অনুভূতি ছিল তাঁদের তিনজনের জন্য… আমি ভালবাসি সিদ তোমাকে, ভালবাসি বরুণকে এবং আমি তোমাকে ভালবাসি আলিয়া (হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি এটা বলতে চাই না কিন্তু তবে ভালবাসা তো ভালবাসাই)… আমি এটা আমার বাচ্চাদের বলি এবং আমি এটি ৩ জনের সবাইকে পুনরায় বলতে চাই তোমাদের চাঁদের মতো ভালবাসি..।”
আলিয়া অনেকগুলো হৃদয়ের ইমোজি দিয়ে করণের কমেন্ট বক্সে মন্তব্য করেন। করণ এই তিনজন ছাড়াও বোমান ইরানির ছেলে কয়োজ ইরানিকেও ভালবাসা দেন। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে তিনিও ডেবিউ করেন। এখন তিনি এই প্রযোজনা সংস্থার হয়ে একটি ছবি পরিচালনা করতে চলেছেন।
আলিয়া সূর্য-চুম্বনের একটি ছবি দিয়ে ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছেন আরও ভাল কাজ করার। অন্যদিকে বরণ আজই তাঁর নতুন ছবি ‘ভেড়িয়া’র ট্রেলার লঞ্চ করেছেন। যা দেখে নেটিজ়েনরা প্রচুর প্রশংসা করেছেন। সিদ্ধার্থ তাঁর ছবি ‘থ্যাঙ্ক গড’-এর প্রচারে ব্যস্ত। এই দিওয়ালিতে ছবি মুক্তি পাওয়ার কথা।