Karan Johar: এবার নিজেরই সন্তানদের পর্দায় আনবেন করণ? যশ-রুহি ডেবিউ প্রসঙ্গে কী বললেন প্রযোজক

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 22, 2023 | 12:35 PM

Bollywood Gossip: এমনই চর্চায় থাকা  সেলেব নিজের ব্যক্তি জীবনে কী সিদ্ধান্ত নিতে চলেছেন? তাঁরও দুই সন্তান রয়েছে। তাঁদের কী বলিউডে ডেবিউ করাবেন করণ নিজেই? 

Karan Johar: এবার নিজেরই সন্তানদের পর্দায় আনবেন করণ? যশ-রুহি ডেবিউ প্রসঙ্গে কী বললেন প্রযোজক

Follow Us

করণ জোহর, বলিউডে স্টার কিডদের পর্দায় আনার বিষয় যিনি সিদ্ধহস্ত, এবার নিজের সন্তানদের নিয়ে কী ভাবছেন? খোলসা করলেন এক সাক্ষাৎকারে। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন না, এমন সেলেব তালিকায় নেই বললেই চলে। আর স্বজনপোষণ প্রসঙ্গে করণ জোহর তো সর্বদাই লাইম লাইটে। তাঁকে নিয়ে মিমও কম তৈরি হয় না নেট পাড়ায়। বলিউড ডেবিউ প্রসঙ্গে তাঁকে কম ব্যঙ্গর শিকার হতে হয় না। বলিউডের অন্দরমহলে চর্চিত কোনও সেলেবের সন্তান জন্ম নিলে, সবার আগে পৌঁছে যান করণ জোহর, তার বলিউড ডেবিউ বুক করতে, এমনই চর্চায় থাকা  সেলেব নিজের ব্যক্তি জীবনে কী সিদ্ধান্ত নিতে চলেছেন? তাঁরও দুই সন্তান রয়েছে। তাঁদের কী বলিউডে ডেবিউ করাবেন করণ নিজেই?

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জোহর বললেন, ”আমার সন্তানদের বয়স সাড়ে ছয় বছর, এখনও পর্যন্ত তাদের কোনও ফ্রেমে দেখা যায়নি। আমি একজন ব্যবসায়ী হিসেবে চাইব এটা ভবিষ্যতে আমার কোনও উত্তরসুরী এগিয়ে নিয়ে যাক। কিন্তু ওরা কী চায়, সেটাও দেখতে হবে। আমার পরিবারের কেউ চাননি আমি ছবির জগতে আসি, কিন্তু আমি যখন এই সিদ্ধান্ত নিয়েছিলাম তখন কেউ এর প্রতিবাদ করেননি। আমিও সেই পথেই হাঁটতে চাই। ওরা ছবির জগতে আসতে চাইলে আসতেই পারে, কিন্তু আমি জোর করব না। আমার কাজ ওদের ভবিষ্যত সুরক্ষিত করা। আমি ওদের খোলামেলা ভাবেই বড় করতে চাই। লুকিয়ে রাখি না। ওরা পার্টিতে যায়, পাপারাৎজিদের সামনে পোজ় দেয়। যদিও ওরা বুঝতে পারে না কেন ওদের ছবি তোলা হচ্ছে, তবে আমি ওদের লুকিয়ে রাখি না। অনেকেই আছেন যাঁরা নিজেদের সন্তানদের মুখ দেখাতে চান না। আমার বিষয়টা মোটেও এমন নয়।”

Next Article