Karan Johar: এক তরফা ভালবেসে গিয়েছিলেন করণ জোহর, সেই কাহিনিই নিজের ছবিতে ফুটিয়ে তুলেছেন তিনি

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 20, 2023 | 6:47 PM

Bollywood Gossip: ২০১৬ সালে মুক্তি পায় রণবীর কাপুর, ঐশ্বর্য রাই বচ্চন এবং অনুষ্কা শর্মা অভিনীত ত্রিকোণ প্রেমের ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল।' এক তরফা ভালবাসা কতটা প্রখর হতে পারে, তা ছবির মাধ্যমে দেখাতে চেয়েছিলেন করণ। তবে তার সঙ্গে জড়িয়ে তাঁর নিজের জীবন তা জানা যায়নি।

Karan Johar: এক তরফা ভালবেসে গিয়েছিলেন করণ জোহর, সেই কাহিনিই নিজের ছবিতে ফুটিয়ে তুলেছেন তিনি
করণ জোহর

Follow Us

সিনেপ্রেমীদের মনে বেশ দাগ কেটেছিল করণ জোহর পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল।’ এই সিনেমার মাধ্যমে নিজের জীবনকেও কোথাও গিয়ে তুলে ধরতে চেয়েছিলেন করণ। এই ছবিতে যে একতরফা প্রেম দেখানো হয়েছিল, সেই ‘ওয়ান সাইডেট লাভ’ এসেছিল করণের জীবনেও। এবার সেই বিষয়েই মুখ খুলেছেন পরিচালক। এই প্রেমের জন্য জীবনের ৭-৮ বছর ব্য়ায় করেছেন তিনি। এখন করণের সেই একতরফা ভালবাসা তাঁর পরিবারের অংশ হয়ে গিয়েছে। আক্ষেপ কি রয়ে গিয়েছে পরিচালকের?

২০১৬ সালে মুক্তি পায় রণবীর কাপুর, ঐশ্বর্য রাই বচ্চন এবং অনুষ্কা শর্মা অভিনীত ত্রিকোণ প্রেমের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল।’ এক তরফা ভালবাসা কতটা প্রখর হতে পারে, তাই-ই ছবির মাধ্যমে দেখাতে চেয়েছিলেন করণ। তবে তার সঙ্গে যে জড়িয়ে তাঁর নিজের জীবন, তা তখন জানতে পারেনি দর্শক। এত বছর পর, এক সাক্ষাৎকারে এবিষয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, তিনিও এক তরফা ভালবেসে গিয়েছেন। তাই তিনি ভালই জানেন এই এক তরফা ভালবাসার কষ্ট। তবে কম দিন নয়, টানা ৭-৮ বছর তাঁর মনের মধ্যে ছিলেন একজনই। তাঁকেই নিঃশর্ত ভাবে ভালবেসে গিয়েছেন করণ। তাঁর এই অনুভূতিই কোথাও গিয়ে ফুটে উঠেছে এই ছবির মাধ্য়মে। করণের সেই ভালবাসা কি এই ছবিটি দেখেছেন? এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, “সিনেমায় দেখাতে হয়েছিল সে শেষে মারা গিয়েছে। এটা দেখাতে গিয়ে একটু বেগ পেতে হয়েছিল।”

এই এক তরফা ভালবাসার কাহিনি আমার, আপনার আশেপাশে হাজার রয়েছে। তাই কমবেশি সকলেই জানেন মন ভাঙা, ভালবাসার জন্য অপেক্ষা করা বা ভালবেসে যাওয়ার অনুভূতিটা ঠিক কেমন। এমনকি বর্তমান জেনারেশন, যাঁরা ডেটিং অ্যাপের মাধ্যমে চোখের পলকে সঙ্গী বেছে নেন, তাঁরাও সত্যিকারের ভালবাসতে পারেন, তা একতরফা ভালবাসা হলেও। তাই এই ছবি, সবার কাহিনি, বলেই মনে করেন করণ। সময়ের সঙ্গে সবই একদিন সহজ হয়ে যায়। ঠিক যেমন করণের সেই এক তরফা প্রেমও সময়ের সঙ্গে তাঁর পরিবারের অংশ হয়ে গিয়েছেন, এটাই কালের নিয়ম। আর সেটাই সিনেমার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন করণ।