গুজব নয় সত্যি! ভিকি এবং ক্যাটরিনার প্রেমে শিলমোহর এই ‘কাপুর’ অভিনেতার

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 09, 2021 | 9:45 PM

ভিকি এবং ক্যাটরিনার প্রেমের খবর প্রকাশ্যে আসে ২০১৯ সালে। দুজনে গিয়েছিলেন মুম্বই শহরের এক রেস্তরাঁয়। সেইখানেই ক্যামেরাবন্দী হন তাঁরা।

গুজব নয় সত্যি! ভিকি এবং ক্যাটরিনার প্রেমে শিলমোহর এই কাপুর অভিনেতার
ভিকি-ক্যাটরিনা

Follow Us

এতদিন সবটাই ছিল গসিপ-গুঞ্জন। অবশেষে ভিকি কৌশল এবং ক্যাটরিনার সম্পর্কে শিলমোহর দিলেন কাপুর বংশের এক অভিনেতা। প্রকাশ্যেই জানালেন ভিকি-ক্যাটরিনা প্রেম করছেন। যে অভিনেতা ফাঁস করলেন তিনি আর কেউ নন, হর্ষবর্ধন কাপুর। অনিল কাপুরের ছেলে এবং সোনম কাপুরের ভাই।

এক চ্যাট শো’তে হর্ষবর্ধনকে জিজ্ঞাসা করা হয়, বলিপাড়ার যে কোনও একটা সম্পর্কের গুঞ্জন সম্পর্কে বলতে যা আদপে গুঞ্জন নয় ঘোর বাস্তব। উত্তরে অনিল পুত্র বলেন, “ভিকি এবং ক্যাটরিনা প্রেম করছেন, এই খবর সত্যি’। যদিও বলার সঙ্গে সঙ্গেই খানিক সচেতন হয়ে হর্ষবর্ধন বলেন, “এটা বলার পর আমাকে কি কোনও ঝামেলার মধ্যে পড়তে হবে? কী জানি! আমার তো মনে হয় সম্পর্ক নিয়ে ওঁরা দুজনেই বেশ ওপেন।”


ভিকি এবং ক্যাটরিনার প্রেমের খবর প্রকাশ্যে আসে ২০১৯ সালে। দুজনে গিয়েছিলেন মুম্বই শহরের এক রেস্তরাঁয়। সেইখানেই ক্যামেরাবন্দী হন তাঁরা। এর আগে করণ জোহরের এক শো’তে এসে ক্যাটরিনা বলেন, ভিকি কৌশলের সঙ্গে তাঁকে অনস্ক্রিন বেশ ভাল দেখাবে বলে মনে করেন তিনি। যদিও প্রেম নিয়ে দুজনেই ছিলেন একেবারে চুপ। মাস কয়েক আগে ভিকি এবগ্ন ক্যাটরিনার একসঙ্গে করোনা আক্রান্ত হওয়ার খবরও বলিপাড়ার গসিপে ঘি ঢেলেছিল। অবশেষে হর্ষবর্ধন ফাঁস করলেন সত্যি। বিয়ে কি সামনেই?

 

Next Article