Sid-Kiara: কবে কোন অনুষ্ঠান? কড়া নিরাপত্তা সত্ত্বেও ফাঁস সিড-কিয়ারার বিয়ের কর্মসূচী

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 07, 2023 | 9:06 AM

Sid-Kiara: সিড-কিয়ারার বিয়ে কিন্তু কোনও ছোটখাটো সেলিব্রেশন নয়। বেশ বড় করেই আয়োজিত হচ্ছে সব কিছু। ঢালাও খাবার, মণীশ মালহোত্রার পোশাক– কী নেই।

Sid-Kiara: কবে কোন অনুষ্ঠান? কড়া নিরাপত্তা সত্ত্বেও ফাঁস সিড-কিয়ারার বিয়ের কর্মসূচী
ফাঁস সিড-কিয়ারার বিয়ের কর্মসূচী

Follow Us

আর মাত্র কয়েক ঘণ্টা। আজ অর্থাৎ মঙ্গলবারই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় প্যালেস হোটেলে বসেছে বিয়ের আসর। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে চতুর্দিক। মাছি গলারও জায়গা নেই সেখানে। তবে এরই মধ্যে ভাইরাল হয়ে গেল সিড-কিয়ারার বিয়ের কর্মসূচী। কবে-কোথায় কোন অনুষ্ঠান হবে বা হয়েছে, তা প্রকাশ পেয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। গতকাল অর্থাৎ ৬ তারিখ প্রথমে অতিথিদের স্বাগত জানানো হয়েছে ‘ওয়েলকাম লাঞ্চ’ দিয়ে। সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সূর্যগড়ের উঠোনে। এরপর সন্ধে বেলা বসেছিল সঙ্গীতের আসর। সূর্যাস্ত যেখান দিয়ে দেখা যায় সেই প্রাসাদের পশ্চিমদিকেই হয়েছে সঙ্গীতের অনুষ্ঠান। ভিতরে প্রবেশ নিষেধ। তবে প্রাসাদের বাইরে বহুদূর থেকেও সঙ্গীতে বাজানো নানা গান শোনা গিয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পুরো প্রাসাদ সেজে উঠেছিল বাহারি আলোয়। চলেছে ‘কালা চশমা’ , ‘লন্ডন ঠুমকদা’র মতো বলিউডি মশলাও। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে গায়ে হলুদের অনুষ্ঠান। এরপরেই সেই বহু প্রতীক্ষিত সময়। ‘বাওড়ি’ অঞ্চলে বসবে সিড-কিয়ারা বিয়ের আসর। রীতিমতো যেন কার্নিভ্যাল। দাঁড়ান বিয়েতেই কিন্তু অনুষ্ঠান শেষ নয়। জানা যাচ্ছে, রাত গড়াতেই হবে জমিয়ে খাওয়া দাওয়া। ‘সেলিব্রেশন লন’-এ উপস্থিত হতে হবে অতিথিদের। সব মিলিয়ে প্রস্তুতি ষোলোআনা।

সিড-কিয়ারার বিয়ে কিন্তু কোনও ছোটখাটো সেলিব্রেশন নয়। বেশ বড় করেই আয়োজিত হচ্ছে সব কিছু। ঢালাও খাবার, মণীশ মালহোত্রার পোশাক– কী নেই। রাজস্থানের যে জায়গায় তাঁরা বিয়ে করবেন বলে ঠিক করেছেন তা লোকালয় থেকে অনেক দূরে। আশেপাশের ১০ কিলোমিটারের মধ্যে নেই কোনও জনবসতি। নিরিবিলিতে বিয়ে করার এর চেয়ে ভাল জায়গা আর কী বা হতে পারে। বিয়ের ছবি যাতে বাইরে প্রকাশ না পায়, তারও বন্দোবস্ত করা হয়েছে। তিনটি নিরাপত্তা সংস্থা নিয়োগ করা হয়েছে তাঁদের বিয়ের জন্য। ওই সাতমহলা হোটেল ভাড়া করা হয়েছে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

কেরিয়ারের একেবারে ‘পিক টাইম’-এ বিয়ে করছেন সিদ্ধার্থ ও কিয়ারা। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে নাকি সম্পর্কে রয়েছেন ওঁরা। শেরশাহ’তে অভিনয় করার সময়েই নাকি কিয়ারায় মন মজে সিদ্ধার্থের। সাড়া দেন কিয়ারাও। ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প। কিয়ারার আগের নাম ছিল আলিয়া। কাকতালীয়ভাবে সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা আবার ছিলেন আলিয়া ভাট। যদিও এখন রণবীরের সঙ্গে সুখের সংসার তাঁর। বলিউডে পা রাখার পর সলমন খান নাকি তাঁকে নাম বদলে নেওয়ার জন্য বলেছিলেন। সে সময় আলিয়া বলিউডে নাম করে নিয়েছেন। ভাইজানের যুক্তি ছিল একই ইন্ডাস্ট্রিতে দুই আলিয়া হয়ে গেলে আলাদা করে নিজের পরিচয় বানাতে পারবেন না কিয়ারা। সলমনের কথা মেনে আদপে লাভই হয়েছিল কিয়ারার। বর্তমানে বলিউডে অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। পিছিয়ে নেই সিদ্ধার্থও।

Next Article