Kangana Ranaut Birthday: বি-টাউনে নয়, কঙ্গনার মনের মানুষের সন্ধান মিলবে সীমান্তে, হৃত্বিককে ভুলে কাকে মন দিতে চান!

Bollywood Gossip: হৃত্বিকের থেকে আঘাত পেয়েই এই সিদ্ধান্ত, সম্পর্ক নিয়ে মনের কথা জানালেন কঙ্গনা।

Kangana Ranaut Birthday: বি-টাউনে নয়, কঙ্গনার মনের মানুষের সন্ধান মিলবে সীমান্তে, হৃত্বিককে ভুলে কাকে মন দিতে চান!
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2022 | 1:01 PM

কঙ্গনা রানাওয়া, বি-টাউনের বিতর্কিত কুইন, এমনই পরিচয়ে খ্যাত সেলেব কন্যা এখনো খুঁজছেন মনের মানুষ। কঙ্গনার জন্মদিনে ভক্ত মনে একটাি প্রশ্ন, এই পাহাড় কন্যার মন চুরি করবেন কে! বহিরাগত হয়ে বি-টাউনে দাপট, এমনই তকমা বারে বারে কঙ্গনা রানাওয়াতের জীবনে এসেছে। কখনও প্রকাশ্যে উঠে এসেছে নেপোটিজম নিয়ে তাঁর চোখ রাঙানি, কখনও আবার তিনি অন্দরমহলের কেচ্ছা সামনে তুলে এনে হয়ে উঠেছেন বিতর্কিত স্টার। তবে এই সেলেবের মনের মানুষের সন্ধান এখনও মেলেনি।

হৃত্বিক রোশনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে প্রকাশ্যে তা ফাঁস করেছিলেন কঙ্গনা। বিবাহ বিচ্ছেদের পর হৃত্বিকের জীবনে একাধিক সম্পর্ক উঁকি-ঝুঁকি মারতে থাকে। তখনই তিনি মজেছিলেন কঙ্গনা রানাওয়াতের প্রেমে। কঙ্গনার কাছে ছিল একাধিক প্রমাণ। পরবর্তীতে সম্পর্কে বিচ্ছেদের আভাস মিলতেই কঙ্গনা তা নিয়ে সরব হয়েছিলেন নেট দুনিয়ায়। নানা প্রসঙ্গে উঠে এসেছিল হৃত্বিকের ব্যক্তিগত জীবন, উঠে এসেছিল বি-টাউনের নয়া গসিপ।

তবে সে সব এখন অতীত। কঙ্গনা রানাওয়াত বর্তমানে কোথাও গিয়ে যেন বি-টাউন থেকে ভরসা হারিয়েছেন। একের পর এক ধাক্কায় তিনি যেভাবে আঘাত পেয়েছেন, তাতে এখন আর কোনও সেলেব নয়। কঙ্গনা মনের মানুষের সন্ধান করছেন সীমান্তে। একবার তিনি নিজেই বলেছিলেন, কোন বোকা একজন সেনাকে না বলে দেয়। তিনি উর্দি পরা ব্যক্তিদের প্রতি বেজায় আকৃষ্ট। তাঁরা সৎ ও জেন্টালম্যান। ফলে কঙ্গনা নিজের জীবন সঙ্গী কখনও খুঁজলে যে সেই ব্যক্তিটি বি-টাউন খ্যাত হবেন না, তা স্পষ্ট। কোথাও গিয়ে যেন এবার সেই সমীকরণেই অন্য জীবিকার মানুষকেই মন দিতে প্রস্তুত তিনি। তবে এখনো সিঙ্গল কঙ্গনা রানাওয়াত, জীবনের লড়াইয়ে একাই কাঁধে কাঁধ মিলিয়ে তিনি লড়াই করে চলেছেন। হাজারও বাধা বিপত্তি সত্ত্বেও কীভাবে নিজের জমি আঁখরে পড়ে থাকতে হয়, তার জল জ্যান্ত উদাহরণ তিনি। সব মিলিয়ে কঙ্গনা বর্তমানে ট্রেন্ডিং স্টার। আগামী ছবিতে জোট বাঁধছেন বিবেক অগ্নিগোত্রীর সঙ্গে।

আরো পড়ুন- Viral News: নারী নন, কঙ্কনার উপলব্ধি তিনি ‘উভলিঙ্গ’, বিস্ফোরক মন্তব্য অপর্না-কন্যার

আরো পড়ুন- Lata Mangeshkar: শেষ দেওয়া কথা রাখতে পারেননি লতা মঙ্গেশকর, কীসের আক্ষেপ ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর

আরো পড়ুন- Bollywood Controversy: শাহরুখই কি কারণ! প্রকাশ্যে কাজলের গালে সপাট চড়! কেন মেজাজ হারিয়েছিলেন অজয় দেবগণ?