এক হাসিতে কাবু! ‘ম্যাডি’ মাধবনের জন্মদিনে জেনে নিন কিছু অজানা গল্প
তাঁর মিষ্টি হাসিতে কুপোকাত ফ্যানেরা। অভিনয়ে তাঁকে কাঁদতে দেখলে মন ভেঙে যায় সহস্র নারীর। তিনি মাধবন। রঙ্গনাথন মাধবন। তবে তাঁকে দর্শক চেনে ম্যাডি নামে। দক্ষিণী অভিনেতা হলেও হিন্দি ভাষাতেও সমান সাবলীল। ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’-এর ফারহান কুরেশিকে এখনও মন থেকে মুছে ফেলতে পারেননি কেউ। আজ প্রিয় মাধবনের জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর জীবনের কিছু অজানা তথ্য।
Most Read Stories