‘বম্বে ভেলভেট’ ছবিতে করণ জোহর পার্সি ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন। নাম কাইজাদ খাম্বট্টা। ‘বম্বে ভেলভেট’ ছবিতে অভিনয়ের জন্য মাত্র ১১ টাকা পারিশ্রমিক নিয়েছেন করণ।
‘K’ শব্দের প্রতি এক আলাদা রকমের ভালবাসা ছিল করণের। অনেকে মনে করেন এটা কুসংস্কার। বেশিরভাগ ছবির নাম শুরু হত ‘K’ দিয়ে। তবে লগে রহো মুন্নাভাই দেখার পর ‘K’-এর ধার ধারেননি করণ।
‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পর থেকে ত্রিকোণ প্রেমের গল্পের দিকে ঝুঁকতে শুরু করেন করণ।
“যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি আপনার ভাইয়ের সাথে শুচ্ছেন? আপনি কেমন অনুভব করবেন? শাহরুখ এবং আমি যে-উত্থান-পতনের মধ্যে দিয়ে যাই না কেন, ও আমার বাবার মতো এক ব্যক্তিত্ব, আমার কাছে একজন বড় ভাই।”—করণ
লন্ডন ভ্রমণের সময় ‘বিফোর সানসেট’ ছবিটি দেখার পর ‘কভি লভিদা না কেহনা’ করার ভাবনা আসে করণের একই দিনে একটি রেস্তোরাঁয় বিবাহিত এক দম্পতির বিচ্ছেদের কথা বলতে শুনেছিলেন তিনি। সিনেমা এবং ঘটনাটি তাঁকে ছবিটি তৈরি করতে উৎসাহিত করে।
অস্কারের রেড কার্পেটে হাঁটা এবং একাডেমি অ্যাওয়ার্ড জেতাই তাঁর জীবনের অ্যাম্বিশন। তিনি প্রকৃতপক্ষে নিজের বক্তৃতাটি বহুবার রিহার্সাল করেছেন যেন তিনি কখনও ভুলতে না পারেন। তিনি বলতে চান, “এটি তোমার জন্যে, ভারত”।
তাঁর বিশ্বখ্যাত ফিল্ম ‘কুছ কুছ হোতা হ্যায়’ আসলে দুটি ভিন্ন গল্পের এক মিশ্রণ ছিল। কোন সিনেমাটি আদতে তিনি বানাবেন তা করণ জানতেন না, তাই দুটো গল্পকে এক করে দেন করণ।
মাত্র ৩০ দিনে ‘অ্যায় দিল হ্যাঁয় মুশকিল’-এর স্ক্রিপ্ট লিখে ফেলেন।