Mahesh Bhatt: হৃদযন্ত্রে অস্ত্রোপচার হল মহেশ ভাটের, কেমন আছেন তিনি?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 20, 2023 | 12:49 PM

Mahesh Bhatt: গত বছর মহেশ ভাটের জন্য ছিল এক বিশেষ বছর। প্রথম বার দাদু হয়েছিলেন তিনি। মেয়েকে নিয়ে গর্বিত তিনি।

Mahesh Bhatt: হৃদযন্ত্রে অস্ত্রোপচার হল মহেশ ভাটের, কেমন আছেন তিনি?
হৃদযন্ত্রে অস্ত্রোপচার হল মহেশ ভাটের, কেমন আছেন তিনি?

Follow Us

ভাট পরিবারে দুশ্চিন্তার ছায়া। হৃদযন্ত্রে অস্ত্রোপচার হল পরিচালক মহেশ ভাটের। শোনা যাচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে তাঁর। পরিবার সূত্রে খবর চার দিন আগে অস্ত্রোপচার হয়েছে তাঁর। গত মাসে চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন মহেশ ভাট। সেখানেই দেখা যায় হৃদযন্ত্রে ব্লকেজ হয়েছে তাঁর। এরপরেই অ্যাঞ্জিওপাস্টি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। জানা যাচ্ছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁর ছেলে রাহুল ভাটের কথায়, “যার শেষ ভাল তাঁর সব ভাল। এখন উনি ঠিক আছেন। তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলা যাবে না।”

গত বছর মহেশ ভাটের জন্য ছিল এক বিশেষ বছর। প্রথম বার দাদু হয়েছিলেন তিনি। মেয়েকে নিয়ে গর্বিত তিনি। এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমাদের পরিচিতিকে ছাপিয়ে গিয়েছে আলিয়া। নিজের পরিচয় দেওয়ার সময় আর ওকে আমাদের পরিচয় দিতে হয় না। আলিয়ার মধ্যে আগুন আছে। আমি ফিল্মমেকার হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রি থেকে একটু দূরেই থেকেছি বরাবর। আমাদের বাড়িতে ঘনঘন পার্টি হত না। সংসার চালানোর জন্য ছবি তৈরি কাজ শুরু করেছিলাম আমি। এসবই দেখে বড় হয়েছে আলিয়া। খুবই সাধারণ বাচ্চার মতোই ও বড় হয়েছে। একাগ্রতা নিয়ে কাজ করে ও। অন্যদের প্রতিও ওর সহানুভূতি তৈরি হয়েছে।”

যোগ করেছিলেন,”অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় একজন ছবির নির্মাতাকে। ছোট বয়সে সাফল্যের চূড়ায় পৌঁছে যাওয়া আরও বেশি কঠিন বিষয়। আমার মনে আছে, আলিয়া একদিন আমার পায়ের পাতায় ৫০০ টাকা দামের ক্রিম লাগিয়ে দিচ্ছিল। পরের বছরই ও এত রোজগার করল, যা ৫০ বছরে আমি একজন নির্মাতা হয়ে রোজগার করে উঠতে পারিনি।” আপাতত তাঁকে নিয়ে চিন্তায় অনুরাগীরা। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এই প্রার্থনাই করছেন সকলে।

Next Article