Arjun-Malaika Marriage: চাপা থাকল না খবর, কবে বিয়ের পিঁড়িতে মালাইকা? ইঙ্গিত দিল ভাগ্যরেখা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 27, 2023 | 1:21 PM

Gossip: মালাইকাকে একটা কথা বারবার বলতে শোনা যায় তিনি বিয়ে করতে ইচ্ছেুক। তিনি বিয়ের পিঁড়িতে বসতেই পারেন, কোনও আপতিত নেই। কিন্তু কোথাও গিয়ে যেন অর্জন কাপুর এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। 

Arjun-Malaika Marriage: চাপা থাকল না খবর, কবে বিয়ের পিঁড়িতে মালাইকা? ইঙ্গিত দিল ভাগ্যরেখা

Follow Us

মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণের কথা কম বেশি সকলের জানা। আরবাজ খানের সঙ্গে মালাইকা আরোরার সঙ্গে ভাঙার পেছিনেই ছিল এই সম্পর্ক। গ্যালাক্সির অন্দরমহলেই একে অন্যকে মন দিয়েছিলেন তাঁরা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। তবে তাঁদের সম্পর্কের কথা খুব বেশিদিন চাপা থাকেনি। তাঁরা কিছুদিনের মধ্যেই লিভইন করতে শুরু করেছিলেন। কিছু দিনের মধ্যেই খবর ছড়াতে শুরু করেছিল তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন। কিন্তু সেই খবর এখনও জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা মন্তব্যের ভিড়ে বারবার মালাইকাকে একটা কথা বলতে শোনা যায় তিনি বিয়ে করতে ইচ্ছেুক। তিনি বিয়ের পিঁড়িতে বসতেই পারেন, কোনও আপতিত নেই। কিন্তু কোথাও গিয়ে যেন অর্জন কাপুর এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

তবে কবে বসবে বিয়ের আসর? এবার জ্যোতিষবিদ জগন্নাথ গুরুজির কথায়, আগামী বছর অর্থাৎ ২০২৪-এর ডিসেম্বরের মধ্যে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। রাহুর অবস্থান দেখেই এমন অনুমান করেন গুরুজি। তবে এর পাশাপাশি তিনি আরও জানান, অর্জুন কাপুর তাঁর আগামী ওটিটি প্রজেক্টের মাধ্যমে বেশ চর্চিত হবেন। তাঁর কেরিয়ারে এক নয়া অধ্যায় শুরু হতে চলেছে।

তবে একদিকে যেমন তাঁদের বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে, ঠিক তেমনই আবার অর্জুন কাপুর তাঁর কেরিয়ারে ফোকাস করতে চান বলেই বারবার জানিয়েছিলেন। তিনি প্রতিটা পদে পদে ভাল কাজের দিকেই ফোকাস করে থাকার কথা বলেছেন। ফলে আদপে বিয়ের জন্য অর্জুন কাপুর কতটা তৈরি, তা নিয়ে ধোঁয়াশা বর্তমান। যদিও তাঁদের সম্পর্কে কোনও  ফাঁক নেই, তার প্রমাণ বারবার দিয়েছেন এই জুটি। তাঁর কথা অনুযায়ী, একে অন্যের সঙ্গে তাঁরা বেশ ভাল আছেন। অর্জুন কাপুরের জন্য রান্নাও করেন মালাইকা। তবে বিয়ে প্রসঙ্গে এখনই কোনও সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Next Article