Malaika Arora: ‘চারিদিকে এত রক্ত…’, সেই অভিশপ্ত দিনের কথা শেয়ার করলেন মালাইকা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 22, 2022 | 8:13 AM

Malaika Arora: ২ এপ্রিল, মালাইকার জীবনে ঘটে গিয়েছিল এক চরম অঘটন। এক মুহূর্তের জন্য বেঁচে রয়েছেন নাকি মারা গিয়েছেন তাই ঠিক করে ঠাওর করতে পারছিলেন না তিনি।

Malaika Arora: চারিদিকে এত রক্ত..., সেই অভিশপ্ত দিনের কথা শেয়ার করলেন মালাইকা
মালাইকা অরোরা।

Follow Us

২ এপ্রিল, মালাইকার জীবনে ঘটে গিয়েছিল এক চরম অঘটন। এক মুহূর্তের জন্য বেঁচে রয়েছেন নাকি মারা গিয়েছেন তাই ঠিক করে ঠাওর করতে পারছিলেন না তিনি। সুস্থ হয়ে সেই বিভীষিকাময় অধ্যায় ঘুরে দেখলেন তিনি। তাঁর কথায়, “আমি আর ওই সব জিনিস মনে রাখতে চাই না। মানসিক ভাবে ওই ক্ষত এখনও ঠিক হচ্ছে না।” কী হয়েছিল ২ এপ্রিল?

দুর্ঘটনার সম্মুখীন হন মালাইকা। শুটিং থেকে ফেরার সময় মালাইকার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে অপর এক গাড়ির। দুর্ঘটনা স্থল থেকেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শোনা যায়, চোখে আঘাত পেয়েছেন তিনি। হাসপাতালে পৌঁছে যান প্রেমিক অর্জুন কাপুরও। চিকিৎসক সূত্রে জানানো হয়, চোখে চোট লাগলেও তা গুরুতর নয়। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বেশ কয়েকদিন আগেই। কিন্তু সেই দিনের সেই ঘটনার কথা তিনি যে ভুলতে পারেননি তাই জানিয়েছেন সম্প্রতি মিড-ডেকে। তাঁর কথায়, “এমন একটা জিনিস যা আমি মনে করতে চাই না, আবার ভুলতে চেয়েও কিছুতেই ভুলতে পারছি না। যদি এমন কোনও ছবি দেখছি যেখানে রক্ত বা দুর্ঘটনা দেখানো হচ্ছে সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে সেদিনের কথা।”

তিনি আরও যোগ করেন, “আমার গোটা মাথা ব্যথা করছিল। শুধু একটাই কথা মনে আসছিল আমি কি বেঁচে আছি নাকি বেঁচে নেই। চারিদিকে এত রক্ত… এত প্রশ্ন… কী হচ্ছে সেটাই বুঝে উঠতে পারছিলাম না। চোখের সামনেটা ঝাপসা হয়ে আসছিল, আমায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।” তাঁর সিটি স্ক্যানও করা হয়েছিল। যদিও মস্তিষ্কের ভিতরে আঘাতের কোনও চিহ্ন মেলেনি। বর্তমানে ভাল আছেন মালাইকা, তবু সেই দুঃসহ স্মৃতি আজও তাঁকে তাড়া করে।

আরও পড়ুন- Ranbir Kapoor: রণবীর-ক্যাটরিনার প্রেম চাননি আলিয়ারই ঘনিষ্ঠ আত্মীয়, মহেশ ভাটের সামনেই চলেছিল নিন্দা!

Next Article