Bollywood Inside: ‘বাবার বাড়িতে কোনও দিন থাকতে পারব না’, অভিনেতা হতেই এ কী বললেন মিঠুনপুত্র নমোশি?
Viral News: ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে নমোশির ছবি। নমোশির বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন আমরিন। একগুচ্ছ জনপ্রিয় স্টারের সঙ্গে বলিউড ডেবিউ হচ্ছে নমোশির।

মিঠুন পুত্র নমোশি চক্রবর্তী বর্তমানে লাইম লাইটে। মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম ছবি ‘ব্যাড বয়’। ছোট থেকেই বিলাসিতায় বেড়ে ওঠা নমোশি তাঁর বাবাকে নিয়ে বরাবরই নস্ট্যালজিয়া। বাবা তাঁর কাছে অনুপ্রেরণা, উদাহরণ। চলতি মাসেই ছবির মুক্তি। গোটা দেশ জুড়ে হইহই করে চলছে ছবির প্রচার। সেলেবরাও নিজ নিজ সোশ্যাল মিডিয়ায় নমোশির প্রশংসায় মুখ খুলছেন। ছবি বক্স অফিসে লক্ষ্মী ফেরাবে এমনই আশা তুঙ্গে। ডিস্কো ডান্সার স্টার মিঠুন বলিউড থেকে টলিউড, একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। আজও তাঁর বক্স অফিসে ঝড় বর্তমান। ‘দ্য কাশ্মীর ফাইলস’ থেকে শুরু করে ‘প্রজাপতি’, হিটের তালিকায় একাধিক ছবি। এবার তাঁর পুত্র লাইম লাইটে।
সম্প্রতি বাবার প্রসঙ্গে মুখ খুলে তাঁর ট্রাগেলের কথা বললেন নমোশি। বাবার পরিশ্রম ও উপার্যনের ফলে তাঁরা বিলাসবহুল জীবন যাপন করেছেন। কিন্তু বাবার শৈশবটা যে কী লড়াইয়ের মধ্যে কেটেছে, তার চাক্ষুস করে অবাক নমোশি। এক সাক্ষাৎকারে জানান, ‘আমি যখন কলকাতায় যাই ছবির প্রমোশনের জন্য, তখন দেখি বাবার সেই বাড়ি। আমার দাদু ঠাকুমার তৈরি করা। বাড়িটায় ঢোকার রাস্তাটায় যখন গেলাম, আমার ক্যামেরার সামনে বলা উচিত নয়, আমি ওখানে থাকতে পারব না। কারণ আমি জন্মে থেকে দেখে আসছি, বাংলো, গাড়ি, হোটেল, বিলাসিতা। কিন্তু আমার বাবা ওই বাড়িটাতেই স্বপ্ন দেখেছিল। বেড়ে উঠেছিল।’
প্রসঙ্গত ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে নমোশির ছবি। নমোশির বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন আমরিন। একগুচ্ছ জনপ্রিয় স্টারের সঙ্গে বলিউড ডেবিউ হচ্ছে নমোশির। ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, জনি লিভার, রাজপাল যাদব, রাজেশ শর্মা, দর্শন জারিওয়ালা প্রমুখেরা।
মার্চ মাসেই কলকাতায় হয়েছে ছবির প্রচার। এবার মুম্বইয়ে গ্র্যান্ড প্রমোশন হল ব্যাড বয় ছবির। উপস্থিত ছিলেন বিটাউনের বাঘাবাঘা স্টারেরা। শোয়ের সঞ্চালনায় ছিলেন ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া। কেউ করলেন মিঠুন চক্রবর্তীর প্রশংসা, কেউ আবার শুভেচ্ছা জানালেন নমোশিকে। করোতালির সঙ্গে মঞ্চে নায়িকাকে নিয়ে এদিন উপস্থিত হন নমোশি। সামনের সারিতে বসে থাকা মিঠুন চক্রবর্তীর মুখে তখন গর্বের হাসি।





