Controversial Photo Shoot: মহাবিপদে রণবীর সিং, নগ্ন ফটোশুটের জন্য এবার পুলিশি তলব

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Aug 12, 2022 | 10:21 PM

Ranveer Singh: কলকাতা হাইকোর্টে তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলাও করা হয়েছে। তবে তার আগে রণবীরের নগ্ন ফটোশুটের জন্য তাঁর বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে বেশ কয়েকটি এফআইআর করা হয়েছিল।

Controversial Photo Shoot: মহাবিপদে রণবীর সিং, নগ্ন ফটোশুটের জন্য এবার পুলিশি তলব
এই সেই ফটোশুট রণবীরের

Follow Us

একটা শুট নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন রণবীর সিং (Ranveer Singh) সোশ্যাল মিডিয়াতে। যার ফলে এবার তাঁকে হাজিরা দিতে হবে মুম্বইয়ের চেম্বুর পুলিশ থানায়। ঠিক এক মাসের মাথায় তাঁর হাজির তারিখ পড়েছে। রণবীর একটি ম্যাগাজিনের জন্য নগ্ন পোজে ছবি তুলেছিলেন। ছবিগুলি প্রথমে সোশ্যাল মিডিয়াতে ম্যাগাজিন থেকে শেয়ার করা হয়েছিল এবং একদিন পরে ২২ জুলাই রণবীরও সেগুলো তাঁর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। সেই ছবি সামনে আসতেই শুরু হয় সমাজের নানা স্তরের মানুষের থেকে প্রতিক্রিয়া। বলিউডে রণবীর অনেক সবঅভিনেতা তাঁকে সমর্থন করেছেন। আজও তাঁর শুট নিয়ে কেউ না কেউ তাঁর পাশে দাঁড়াচ্ছেন। শিল্পী মহলের বাইরেও অনেকই তাঁর এই ফটোশুটকে সাহসীর তকমা দিয়েছেন।

তবে সবাই সমান নন। এর মধ্যে কেউ কেউ তাঁকে কোর্টের দরজা অবধিও নিয়ে গিয়েছেন। কলকাতা হাইকোর্টে তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলাও করা হয়েছে। তবে তার আগে রণবীরের নগ্ন ফটোশুটের জন্য তাঁর বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে বেশ কয়েকটি এফআইআর করা হয়েছিল।যাতে অভিযোগ করা হয়েছিল যে তাঁর শ্যুটটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে, বিশেষত নারীদের। সেই অভিযোগের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অভিনেতাকে। খবর অনুযায়ী, রণবীরকে ২২ আগস্ট সংশ্লিষ্ট স্টেশনে উপস্থিত হতে বলা হয়েছে।

কে বা কারা করেছিলেন এই অভিযোগ? একটি এনজিও এবং অন্য একজন ব্যক্তি অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এই দাবিতে যে তিনি সোশ্যাল মিডিয়ায় ‘অশ্লীল’ সামগ্রী শেয়ার করেছেন এবং ছবিগুলো মহিলাদের অনুভূতিতে আঘাত করেছে এবং তাঁদের শালীনতাকে অপমান করেছে। পিটিআই-এর মতে, অভিনেতাকে ২২ অগস্ট থানায় ডাকা হবে “তদন্তে সহযোগিতা করার জন্য,” মুম্বই পুলিশের একজন কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। শুক্রবার শহরের চেম্বুর থানার কর্মীরা তদন্তে যোগদানের জন্য  নোটিশ দিতে অভিনেতার বাসভবনে গিয়েছিলেন, কিন্তু তাঁদেরকে জানানো হয়েছিল যে তিনি মুম্বইতে ছিলেন না, কর্মকর্তা জানিয়েছেন। রণবীর পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন  যে তিনি ১৬ অগস্ট ফিরে আসবেন। সেই দিন তাঁকে নোটিশ দেওয়া হবে এবং ২২ অগস্ট একটি বিবৃতি রেকর্ড করার জন্য ডাকা হবে, কর্মকর্তা যোগ করেছেন।

রণবীরকে রোহিত শেঠির ‘সার্কাস’ ছবিতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজ এবং পূজা হেগড়ে-এর সঙ্গে। উইলিয়াম শেক্সপিয়রের ‘কমেডি অফ এররস’-এর থেকে তৈরি এই ছবি ২০২২ সালের ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে৷ তাছাড়াও, আলিয়া ভাট, ধর্মেন্দ্র, শাবানা আজমি এবং জয়া বচ্চনের সঙ্গে রণবীর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তেও রয়েছেন৷ ছবিটি ১১ ফেব্রুয়ারি, ২০২৩ সালে সিনেমা হলে আসার কথা।

 

Next Article