Nawazuddin Siddiqui: এখনও পর্যন্ত নাকি প্রথম স্বামীর সঙ্গেই বিবাহবিচ্ছেদ হয়নি নওয়াজ়ের স্ত্রী আলিয়ার!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Feb 07, 2023 | 6:13 PM

Aliya Siddiqui: একটি সাংবাদিক বৈঠকে অভিনেতা পত্নী সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন নওয়াজের আইনজীবী।

Nawazuddin Siddiqui: এখনও পর্যন্ত নাকি প্রথম স্বামীর সঙ্গেই বিবাহবিচ্ছেদ হয়নি নওয়াজ়ের স্ত্রী আলিয়ার!
আলিয়া এবং নওয়াজ়।

Follow Us

মাঝে সব ঠিক হয়ে গিয়েছিল। জোড়া লেগেছিল ভেঙে যাওয়া সম্পর্ক। তারপর ফের কোন্দল শুরু হয়েছে নওয়াজ়উদ্দিন সিদ্দিকীর ব্যক্তিজীবনে। তাঁর এবং তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য ফের চর্চার বিষয়বস্তু। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করেছেন নওয়াজ়ের আইনজীবী। সেখানে তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী এখনও পর্যন্ত আইনি মুক্তি পাননি তাঁর প্রথম স্বামীর থেকে। আইনিভাবে আলিয়া এখনও প্রথম স্বামীর সঙ্গেই বিবাহিত।

নওয়াজ়ের আইনজীবী বলেছেন, “২০০১ সালে ক্লাস এইট ফেল আলিয়া বিয়ে করেন বিনয় ভার্গভ নামের এক ব্যক্তিকে। সেই সময় আলিয়ার নাম ছিল অন্য। তাঁর নাম ছিল অঞ্জলি কুমারী। মুম্বইয়ে আসার পর তাঁর নাম হয় অঞ্জলি পাণ্ডে। ২০১০ সালে নাম পাল্টে হয় অঞ্জলি আনন্দ। জৈনবে রূপান্তরিত হয়ে ইসলাম ধর্মকে গ্রহণ করেন তিনি। তারপর অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকীকে বিয়ে করেন। তাঁকে ডিভোর্সও করেন ২০১১ সালে। এর পর অভিনেতার কেরিয়ার দুর্দান্ত গতিতে ছুটতে থাকে। অভিনেতার জীবনে আলিয়া হয়ে ফিরে আসেন তিনি। ২০২০ সালে ফের নওয়াজ়কে ডিভোর্সের নোটিস পাঠান আলিয়া। এর কোনও অর্থই নেই। কারণ, তাঁরা দু’জনেই আলাদা হয়ে গিয়েছিলেন।” আইনজীবী এও বলেছেন, আলিয়ার জরুরি শংসাপত্রগুলিতে নাকি ভুল তথ্য দেওয়া রয়েছে। তাঁর মার্কশিটে জন্ম সাল লেখা ১৯৭৯। পাসপোর্টে রয়েছে ১৯৮২।

নওয়াজ়ের আইনজীবী আরও বলেছেন, “২০০৮-২০০৯ সাল নাগাদ অঞ্জনা (পড়ুন আলিয়া) রাহুল নামের আরও এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। মুম্বইয়ের একটি ফ্ল্যাটে তাঁরা থাকতেনও। অঞ্জনা (পড়ুন আলিয়া) আকাশ ছুঁতে চাইতেন। তিনি একটি দল তৈরি করেছিলেন। সেই দলে ছিলেন তাঁর বোন অর্চনা পাণ্ডেও। রাজকুমার শুক্লা নামের এক ব্যক্তিকে বিয়ে করেছেন অর্চনা। তাঁদের ডিভোর্স হয়নি।”

২০১০ সালে বিয়ে করেছিলেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকী এবং আলিয়া সিদ্দিকী। তাঁদের দুটি সন্তানও আছে। আলিয়া নওয়াজ়ের দ্বিতীয় স্ত্রী। ২০২০ সালে মে মাসে নওয়াজ়ের থেকে আইনি বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন আলিয়া। সেই বছরই জুলাই মাসে আলিয়া পুলিশ স্টেশনে অভিযোগ করেছিলেন নওয়াজ়ের পরিবারের বিরুদ্ধে। গার্হস্থ্য হিংসার অভিযোগ ছিল সেটি। নওয়াজ় ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি। তারপর করোনার লকডাউনে ফের মিলমিশ হয়ে যায় তাঁদের। এখন ফের আগুন ধরেছে। আলিয়া এবং তাঁর নাবালক পুত্রকে নওয়াজ়ের পরিবার খেতে পর্যন্ত দিচ্ছে না। স্নানঘরও নাকি ব্যবহার করতে দিচ্ছে না। তেমনটাই অভিযোগ করেছিলেন আলিয়া। ভিডিয়োও শেয়ার করেছিলেন তিনি।

Next Article