Nawazuddin-Archana: নওয়াজউদ্দিনের ‘হাড্ডি’ ছবির লুকের সঙ্গে মিল অর্চনার, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Aug 24, 2022 | 9:18 PM

Nawazuddin-Archana: ভক্তরা তাঁকে এবং তাঁর এই নতুন রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন। অনেক নেটিজ়েনদের আবার অর্চনা পুরণ সিংয়ের সঙ্গে তাঁর চেহারার তুলনা করতে দেখা গিয়েছে।

Nawazuddin-Archana: নওয়াজউদ্দিনের হাড্ডি ছবির লুকের সঙ্গে মিল অর্চনার, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?
নওয়াজউদ্দিনের নতুন ছবির লুকের সঙ্গে তুলনা অর্চনার

Follow Us

মঙ্গলবার অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি তাঁর পরবর্তী ছবি ‘হাড্ডি’ -র প্রথম লুক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পরেই ইন্টারনেটে তা ঝড় তুলেছেন। প্রথম লুকে তিনি একটি রূপোলি ঝকঝকে গাউন পরে এবং স্বাচ্ছন্দ্যে একজন মহিলার অবতারে মানিয়ে গিয়েছেন। ভক্তরা তাঁকে এবং তাঁর এই নতুন রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন। অনেক নেটিজ়েনদের আবার অর্চনা পুরণ সিংয়ের সঙ্গে তাঁর চেহারার তুলনা করতে দেখা গিয়েছে। যিনি কপিল শর্মার শোয়ের বিচারক, নতুন সিজনেও তাঁকে তাঁর আসনেই পাওয়া যাবে। নওয়াজউদ্দিনের লুকের অর্চনার চেহারার সঙ্গে একটি অদ্ভুত সাদৃশ্য লক্ষ্য করে একজন লিখেছেন, “তাঁকে হুবহু অর্চনা পুরঁ সিংয়ের মতো দেখাচ্ছে” অন্য একজন  লিখেছেন, “প্রথমে আমি ভেবেছিলাম ছবিটি অর্চনা পুরান সিংয়েরই??।”

 

একটি সাক্ষাৎকারে অর্চনা অভিনেতার এই লুকের সঙ্গে তাঁর তুলনা সম্পর্কে  জানিয়েছিলেন যে এটি চুলের স্টাইল যা তাঁর সমার্থক হয়ে উঠেছে যা এই সমস্ত তুলনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি কপিলের শোয়ের প্রথম দিকে সাইড-পার্টেড লুক ব্যবহার করতেন। নওয়াজের এই লুকটা ঠিক সেই রকমই। তিনি মনে করেন, “যে কোনও উপায়ে নওয়াজের সঙ্গে তুলনা করাটা একটা বড় প্রশংসা”।এদিকে নওয়াজউদ্দিন তাঁর ছবি সম্পর্কে বলতে গিয়ে একটি বিবৃতিতে বলেছেন, “আমি বিভিন্ন আকর্ষণীয় চরিত্র চিত্রিত করেছি, তবে ‘হাড্ডি’ একটি অনন্য এবং বিশেষ হতে চলেছে কারণ আমাকে আগে কখনও এমন রূপে দেখা যায়নি এবং একজন অভিনেতা হিসাবে এমন চরিত্র আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। ছবির শুটিং শুরু করার জন্য অপেক্ষা করছি।”নয়ডা এবং গাজিয়াবাদ সহ পশ্চিম উত্তরপ্রদেশের আশেপাশের এলাকায় এই ছবির শুটিং করা হবে।

 

Next Article