Tiger 3: সেই পুরনো ‘করণ অর্জুন’ জুটি ফের কাজ করবে একসঙ্গে, ‘টাইগার ৩’-এ সলমন-শাহরুখ শুটিং করবেন সেপ্টেম্বরের শেষে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 06, 2022 | 10:06 AM

Shahrukh-Salman: 'টাইগার ৩'-এ শাহরুখ ও সলমনের অংশটাই শুটিং করা বাকি আছে। সেটি একটি স্পেশ্যাল সিকোয়েন্স।

Tiger 3: সেই পুরনো করণ অর্জুন জুটি ফের কাজ করবে একসঙ্গে, টাইগার ৩-এ সলমন-শাহরুখ শুটিং করবেন সেপ্টেম্বরের শেষে
সলমন খান- তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন বলিউড ভাইজান। তাঁর লুক এক কথায় সকলকে তাক লাগায় বিভিন্ন চরিত্রে। তবে সলমন খান ফেস্টিভ সিজ়নে হেরে গেলেন শাহরুখ ও অক্ষয়ের কাছে।

Follow Us

সেপ্টেম্বরের শেষেই ‘টাইগার ৩’র জন্য শুটিং শুরু করবেন সলমন খান। এবং সেই শুটিংয়ে তাঁর দোসর হিসেবে যুক্ত হবেন ইন্ডাস্ট্রির অনেক পুরনো বন্ধু শাহরুখ খান। ‘টাইগার ৩’-এ রয়েছেন ক্যাটরিনা কাইফ। দফায়-দফায় শুটিং হয়েছে ছবির। বিদেশের মাটিতে অনেকটা অংশ শুট করা হয়েছে। ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পরপরই সলমনের সঙ্গে ‘টাইগার ৩’-এর শুটিং করেছিলেন ক্যাটরিনা। এবার ভাইজানের সঙ্গে শুটিং করবেন শাহরুখ। ‘করণ অর্জুন’ জুটির শুটিং নিয়ে খুবই উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা।

টাইমস অফ ইন্ডিয়া সূত্র মারফত জানতে পেরেছে, “সেপ্টেম্বরের শেষে শাহরুখ শুটিং করবেন ‘টাইগার ৩’-এর।” সেপ্টেম্বরের শেষ পর্যন্ত দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলির ছবি ‘জওয়ান’-এর শুটিং করবেন শাহরুখ। যে ছবিতে নায়িকা হিসেবে রয়েছেন নয়নতারা। ‘টাইগার ৩’-এর শুটিংয়ের পর রাজকুমার হিরানীর ‘ডানকি’র শুটিং করবেন কিং খান।

সম্প্রতি শাহরুখ-সলমন দু’জনেই নিজ-নিজ ছবির কাজে ব্যস্ত আছেন। সম্প্রতি সলমনকে দেখা যায় মুম্বইয়ের ফিল্ম সিটিতে। সেখানে তিনি ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর শুটিং করছিলেন। তিনিও সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এই ছবির কাজেই ব্যস্ত থাকবেন বলে খবর।

‘টাইগার ৩’-এ শাহরুখ ও সলমনের অংশটাই শুটিং করা বাকি আছে। সেটি একটি স্পেশ্যাল সিকোয়েন্স। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ‘টাইগার ৩’-এর শুটিং শুরু হয়েছিল। ক্যাটরিনা ছাড়াও ছবিতে রয়েছেন ইমরান হাশমি। ইমরানকে খলনায়কের চরিত্রে দেখা যাবে ছবিতে। ক্যাটরিনাকে দেখা যাবে পাকিস্তানের গুপ্তচর জ়োয়ার চরিত্রে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি পরিচালনা করছেন মনীষ শর্মা। আগের ছবিগুলি পরিচালনা করেছিলেন কবীর খান ও আলি আব্বাস জ়াফার।

Next Article