Kajol Viral Video: সকলের সামনে কাজলকে অপমান? লজ্জায় ফেলে দিলেন মেয়ে নাইসা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 02, 2023 | 1:24 PM

Viral News: মাঝে মধ্যেই তাঁর পার্টির ছবি ভাইরাল হয়। একটা সময় ক্যামেরা দেখলে মুখ আড়াল করতেন তিনি। তবে যত দিন যাচ্ছে, নাইসারও ক্যামেরার সঙ্গে গড়ে উঠেছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

Kajol Viral Video: সকলের সামনে কাজলকে অপমান? লজ্জায় ফেলে দিলেন মেয়ে নাইসা

Follow Us

নাইসা দেবগণ, ছোট থেকেই তিনি খবরের শিরোনামে নাম লিখিয়েছেন, কারণ একটাই স্টারকিড। সেলেবদের পরিবারের সর্বদাই কড়া নজর থাকে নেটিজ়েনদের। এবার নাইসা-ই নেটিজেনদের র‍্যাডারে। কখনও মদ্যপ অবস্থায় পার্টি থেকে বেরিয়ে পা নাকি টলমল, কখনও আবার বাবার সঙ্গে পুজো দিতে গিয়ে ভাইরাল তিনি। সম্প্রতি এক পার্টি শেষে বের হতেই তাঁকে ঘিরে ধরে পাপারাৎজি। দেখা গিয়েছিল নামতে গিয়ে পা হড়কে যাচ্ছে নাইসার। যদিও নিরাপত্তারক্ষী সামলে নেন পুরোটা। তাঁর হাত ধরেই গাড়িতে ওঠেন কাজল-কন্যা। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়ে ট্রোলিং কিছু কম হয়নি। নাইসা মদ্যপ ছিলেন– এমনটাই অভিযোগ ছিল তাঁদের।

ইদানিং সোশ্যাল মিডিয়ায় বড়ই সক্রিয় নাইসা। মাঝেমধ্যেই তাঁর পার্টির ছবি ভাইরাল হয়। একটা সময় ক্যামেরা দেখলে মুখ আড়াল করতেন তিনি। তবে যত দিন যাচ্ছে, নাইসারও ক্যামেরার সঙ্গে গড়ে উঠেছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পাপারাৎজি দেখলে লুকিয়ে যাওয়া নয়। হাত নেড়ে অভিবাদন করেন আজকাল। তবে এ কি! প্রকাশ্যে মা কাজলের সঙ্গে কেমন ব্যবহার করে বসলেন নাইসা? সম্প্রতি মা কাজলের সঙ্গে নীতা আম্বানির কালচারাল হাবের উদ্বোধনে হাজির হতে দেখা যায় নাইসাকে।

তবে এ কী করলেন নাইসা! পাপারাৎজিদের সামনেই মাকে এভাবে ছোট করলেন তিনি? কাজলের সঙ্গে দাঁড়িয়ে পোজ় দিচ্ছিলেন তিনি। হঠাৎ তাঁকে পাপারাৎজিরা একা একটি ছবি দেওয়ার আবেদন করে, সকলের অনুরোধ রাখতে কাজল তাঁর হাত টেনেও ধরে। কিন্তু সকলের সামনেই মায়ের মুখের ওপর না বলে চলে যায় নাইসা। তা দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। কেউ দুষলেন নয়া প্রজন্মের অভ্যাসকে, কেউ আবার বললেন এখনকার সন্তানরা মায়ের সঙ্গে ছবি তুলতেই চান না। যার ফলে আবারও বিতর্কের কেন্দ্রে জায়গা করে নেয় অজয় কন্যা।