Unknown Facts: শ্লীলতাহানির দৃশ্য, খুলতে হবে পোশাক, পরিচালকের থেকে নির্দেশ পেয়ে কী করেছিলেন জয়া!

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 26, 2022 | 7:48 AM

Jaya Bachchan: এই ছবিতে জয়া বচ্চনের পাশাপাশি অভিনয়ে ছিলেন অমিতাভ বচ্চনও। এটি একটি রোম্যান্টিক ছবিও বটে। যেখানে একটি দৃশ্যে শ্লীলতাহানি দেখানোর জন্য পরিচালক নির্দেশ দিয়েছিলেন জয়া বচ্চনকে পোশাক খোলার।

Unknown Facts: শ্লীলতাহানির দৃশ্য, খুলতে হবে পোশাক, পরিচালকের থেকে নির্দেশ পেয়ে কী করেছিলেন জয়া!
জন্মদিনের শুভেচ্ছা জয়া বচ্চনকে

Follow Us

অভিনেতাদের নিজেকে বারে বারে ভেঙে গড়তে হয় বিভিন্ন চরিত্রের জন্য। কখনও সামনে আসে কঠিন পরিস্থিতি, কখনও আবার সামনে এসে ধরা দেয় নতুন নতুন চ্যালেঞ্জ, যা চরিত্রের স্বার্থেই কাটিয়ে ওঠা একান্ত প্রয়োজনীয়। তবে সবক্ষেত্রেই সেলেবদের নিজেদের একটি বিশেষ মাত্রা থাকে। যা অতিক্রান্ত করাটা কখনই তাঁদের হাতে থাকে না। নিজেদের বিবেক হোক বা মানসিকতা, বারে বারে তাঁদেরকে আটকেদেয় একটি নির্দিষ্ট সীমা। জয়া বচ্চনের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল।

সাল ১৯৭২, ছবির নাম এক নজর, বলিউডের এই ছবিতে জয়া বচ্চনের পাশাপাশি অভিনয়ে ছিলেন অমিতাভ বচ্চনও। এটি একটি রোম্যান্টিক ছবিও বটে। যেখানে একটি দৃশ্যে শ্লীলতাহানি দেখানোর জন্য পরিচালক নির্দেশ দিয়েছিলেন জয়া বচ্চনকে পোশাক খোলার। কিন্তু জয়া সেই শর্তে রাজি হননি। স্পষ্টই জানিয়েছিলেন নিজের মতামত। জয়া বচ্চন খুব একটা খোলামেলা পোশাকে ধরা দিতে পছন্দ করেন না। তার প্রমাণই তাঁর কেরিয়ার, কখনই তাঁকে সেভাবে দেখা যায়নি।

তাই এই ছবির ক্ষেত্রেও তিনি তা হতে দেননি। পরিচালকের নির্দেশ খুলতে হবে পোশাকের বেশ কিছুটা অংশ। মুহূর্তে বিস্ফোরক জয়া জানিয়ে ছিলেন, যে তিনি পারবেন না। টানা দুদিন চলেছিল বচসা। তারপর জয়া বচ্চনের শর্তেই রাজি হয়ে গিয়েছিলেন পরিচালক। জয়া নিজেই জানান যে, তিনি এমনটা কখনও করেননি করবেনও না। তাঁর সমস্যা হয়, এতে কেউ যদি ভাবে তাঁর মানসিকতা পুরোনো তাহলে তা মেনে নিতে তাঁর কোনও আপত্তি ছিল না। কিন্তু তিনি অবশেষে রাজি হননি। আর পাল্টে ফেলা হয়েছিল ছবির দৃশ্য। বি-টাউনে কান পাতলেই একটা বিষয় স্পষ্ট যে জয়া বচ্চন বরাবরই বেশ একরোখা। তিনি যা মনে করেন ঠিক তেমনটাই করে থাকেন। তাই তাঁর মতের বিরুদ্ধে গিয়ে কিছু করা মানেই বিপত্তি।

Next Article