Retro Gossip: সহ্য করতে না পেরে অঝোরে কেঁদে ফেলেন রেখা, কোন ঘটনায় মেজাজ হারান সরোজ খান

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 18, 2022 | 11:18 AM

Rekha: সোজাসুজি প্রশ্ন করেন সরোজ খান, রেখার যদি সরোজ খানের সঙ্গে ব্যক্তিগত কোনও সমস্যা থেকে থাকে, তবে তা যেন রেখা সরোজ খানকে জানান।

Retro Gossip: সহ্য করতে না পেরে অঝোরে কেঁদে ফেলেন রেখা, কোন ঘটনায় মেজাজ হারান সরোজ খান

Follow Us

সরোজ খান মানেই বলিউডের একের পর এক বাঘা বাঘা কোরিওগ্রাফি। আইকনিক গানের সঙ্গে অনবদ্য নাচের স্টেপ মিলেমিশে একাকার হয়ে সৃষ্টি হয়েছে কালজয়ী এক একটি উপস্থাপনা। তালিকায় রেখা থেকে শুরু করে মাধুরী, শ্রীদেবী ছিলেন অনেকেই। সেই সকল জনপ্রিয় গানের তালিকায় বহু সৃষ্টি থাকলেও তার নেপথ্যে জড়িয়ে থাকে বহু অজানা কাহিনি। একটি ভাল জিনিস তৈরি করতে ঠিক কতটা পরিশ্রম লাগে, তার সাক্ষী থেকেছে সেটের বহু ব্যক্তিরাই। একবার সরোজ খান রীতিমত রেগে গিয়েছিলেন রেখার সঙ্গে কাজ করতে গিয়ে। ছবির নাম শেষনাগ।

সেই ছবির একটি গান শুটিং-এর আগে প্রশিক্ষণের জন্য রেখাকে পর পর তিন দিন ডেকে পাঠিয়েছিলেন সরোজ খান। নানা অযুহাতে রেখা আসছিলেন না। অপেক্ষায় ছিলেন সরোজ খান। দেখতে দেখতে শুটিং-এর দিন রেখা হাজির। দেখা মাত্রই রেখা জানিয়েছিলেন তিনি শুটিং করবেন না, তাঁর শরীরটা খারাপ। এরপরই রেগে গিয়েছিলেন সরোজ খান। জানিয়েছিলেন, তাঁর সঙ্গে নিঃসন্দেহে রেখার কোনও সমস্যা রয়েছে। নয়তো রেখা কেন এভাবে দিনের পর দিন আসব বলে আসতে চাইছেন না! আবার শুটিং-এ এসে বসছেন তিনি অসুস্থ।

সোজাসুজি প্রশ্ন করেন সরোজ খান, রেখার যদি সরোজ খানের সঙ্গে ব্যক্তিগত কোনও সমস্যা থেকে থাকে, তবে তা যেন রেখা সরোজ খানকে জানান। পাশাপাশি তিনি এও বলেন যে রেখা যেন এই সমস্যা নিয়ে বিস্তারিত কথা বলেন। নয়তো তিনি এই কাজ ছেড়ে চলে যাবেন। এরপর সরোজ খান দেখেন রেখার দুচোখ ভর্তি জল। তিনি স্পষ্ট জানান, তিনি যেন দ্রুত গিয়ে তৈরি হয়ে নেন ও শুটিং করেন। রেখা মুহূর্তে ঠিক তেমনটাই করেছিলেন। যদিও এই প্রসঙ্গে রেখা কখনই মুখ খোলেননি। পরবর্তীতে সরোজ জানিয়েছিলেন, তাঁদের মধ্যে সমস্তটাি ঠিক আছে।

Next Article