রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরের ছবির সেটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। প্রাণ হারালেন এক ব্যক্তি। আহত আরও এক। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টের চিত্রকূট স্টুডিয়োতে। দমকলের আটটি ইঞ্জিন, পাঁচটি জেটি প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সূত্র মারফৎ জানা গিয়েছে আন্ধেরির ওই স্টুডিয়োতে শুধুমাত্র শ্রদ্ধা ও রণবীরের ছবির শুটিং ছাড়াও রাজশ্রী প্রযোজনা সংস্থার আরও এক ছবির শুট হচ্ছিল। ওই ছবির মধ্যে দিয়েই সানি দেওলের ছোট ছেলে রাজবীর বলিউডে পা রাখতে চলেছেন।
কীভাবে লাগল আগুন? প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এক অস্থায়ী প্যান্ডেলে প্রথম আগুনের সূত্রপাত। ওই প্যান্ডেলে বেশ কিছু কাঠের জিনিসপত্র রাখা ছিল। যদিও সেই প্যান্ডেলে কীভাবে আগুল লাগল সে কারণ অজানা। দমকল তরফে সংবাদ সংস্থা পিটিআইকে জানান হয়েছে মৃত ওই ব্যক্তিকে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে আনামাত্রই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরই পাশাপাশি পশ্চিম ভারত সিনে ফেডারেশনের সভাপতি অশোক দুবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লাভ রঞ্জন পরিচালিত শ্রদ্ধা-রণবীর অভিনীত ছবিটির সেটে লাইটের কাজ করেন এক ব্যক্তি অল্প আহত হয়েছেন। অশোক দুবে আগুন লাগার কারণ হিসেবে দায়ি করেছেন সিনেমার সেটের নির্মাতাকে। তাঁর দাবি। দেড় বছর আগে বাঙ্গুর নগরে এক ছবির সেট তৈরি করেছিলেন ওই একই ব্যক্তি। সেই ছবির সেটেও আগুন লাগে।
এই গোটা ঘটনায় দুই ছবির শুটের কাজ পিছিয়েছে। লাভ রঞ্জন পরিচালিত ছবিটির নাম এখনও ঠিক হয়নি। আগামী বছর ওই ছবি মুক্তি পাওয়ার কথা। ওই ছবি দিয়েই অভিনয় জগতে পা রাখছেন প্রযোজক বনি কাপুর। ছবিতে তিনি রণবীর, শ্রদ্ধা ও বনি কাপুর ছাড়াও থাকবেন ডিম্পল কাপাডিয়াও। কিছু দিন আগেই স্পেনের শুটিং শিডিউল শেষ করেছে ছবিটি। কিন্তু দেশে ফিরেই এই ঘটনায় আপাতত ছবির শুটিং গিয়েছে থমকে।