Legal Issue: সাফাই দিয়ে ঠেকানো গেল না বিপদ, করণ জোহরের বিরুদ্ধে এবার আদালতে পাকিস্তানি গায়ক

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 05, 2022 | 1:42 PM

Karan Johar: বিপাকে করণ জোহার, গান চুরির অভিযোগে এবার আইনি জটে বলিউড প্রযোজক। প্রসঙ্গ যুগ যুগ জিও।

Legal Issue: সাফাই দিয়ে ঠেকানো গেল না বিপদ, করণ জোহরের বিরুদ্ধে এবার আদালতে পাকিস্তানি গায়ক
করণ জোহর।

Follow Us

কয়েকদিন আগেই বিতর্কের কেন্দ্রে নাম লিখিয়েছে যুগ যুগ জিও। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে করণ জোহারের নাম। যা দেখা মাত্রই চক্ষু চড়কগাছ হয়েছিল নেট দুনিয়ার। আবারও বিতর্কের কেন্দ্রে নাম সেই করণেরই! গান চুরিকে কেন্দ্র করে এবার আইনি পদক্ষেপ নিলেন অভিযোগকারী পাকিস্তানের গায়ক। দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেনি এই বিতর্ক। অতীতের রেশ টেনে এবার নয়া জল্পনাতে নাম লিখিয়েছিলেন প্রযোজক তথা পরিচালক করণ জোহার। অভিযোগ যখন উড়ে আসে পাকিস্তান থেকে তখন, তা ঘিরে যে সমালোচনা তুঙ্গে উঠবে, তা বলাই বাহুল্য। ঝড়ের গতিতে তাই আরও একবার বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন করণ জোহার। কারণ একটাই, অভিযোগের তির ধেয়ে আসল পাকিস্তানের গায়কের থেকে। তবে আদেও কি সেই অভিযোগ সত্যি! রাত পোহাতেই তা স্পষ্ট করে দেওয়া হল টি সিরিজের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সাফাই।

পাকিস্তানের রাজনীতিবিদ ও গায়ক আব্রার উল হক প্রাথমিকভাবে জানিয়েছিলেন, এই নিয়ে মোট ছয়বার করণ জোহার তাঁর গান চুরি করেছেন। যুগ যুগ জিও সিনেমার নাচ পাঞ্জাবন গানের প্রসঙ্গ সামনে আসতেই ফাঁস হয় আরও একবার চুরির কাহিনি। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, করণ জোহারের মত একজন প্রযোজকের কখনই উচিত নয়, গান চুরি করা। এখানেই শেষ নয, তিনি পাল্টা জানান, যে এবার তিনি আইনি পদক্ষেপ নিতেও বাধ্য হবেন। আব্রারের কথায়, এই বিষয়টি মোটেও কাম্য নয়।

এরপরই টি-সিরিজ় স্পষ্ট জানিয়েছিল স্পষ্টই জানিয়েছিল যুগ যুগ জিও-র গানটি অনুমতি নিয়েই নেওয়া হয়েছে। আমরা ধর্মা প্রোডাকশনের যুগযুগ জিও ছবির জন্য নাচ পাঞ্জাবন গানটি অনুমতি মেনে আইন মেনেই নিয়েছি। নাচ পাঞ্জাবান অ্যালবামের এই গানটি ২০০২ সালে itunes-এর তরফ থেকে মুক্তি পায়। যা আছে ললিউড ক্লাসিক ইউটিউব চ্যানেলেও। যার মালিক মুভিবক্স রেকর্ডস লেভেল। গানটি মুক্তি পাওয়ার পরই সব প্ল্যাটফর্মে ক্রেডিটস দিয়ে দেওয়া হবে।

তবে শেষ রক্ষা হল না। কারণ একটাই, এবার আইনি পদক্ষেপ নিতে চলেছেন আব্রার উল হক । একটি ভিডিয়ো প্রকাশ করে তিনি জানান, অনেকেই প্রশ্ন করেছে কেন তিনি কোনও আইনি পদক্ষেপ নিচ্ছেন না, আদালতে যাচ্ছেন না! উত্তরে এবার তিনি জানালেন, করণ জোহারের বিরুদ্ধে এবার তিনি আদালতে যাচ্ছেন।

Next Article