Pankaj Tripathi : ‘অভিনয় থেকে আমি বিশ্রাম নিতে চাই, আর ভাল লাগছে না’, এমনই মন্তব্য করলেন ওয়াশিপুরের সুলতান কুরেশি

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 06, 2021 | 6:18 PM

'আমি চাই না দর্শকদের কাছে আমি একঘেয়ে হয়ে যাই। মাঝে মধ্যে এমনও কিছু মুহূর্ত গেছে যখন আমার মনে হয়েছে, আমার জীবনের পর্যালোচনা করা খুব দরকারি। যা করছি, কোথাও ভুল করছি কি না।’

Pankaj Tripathi : অভিনয় থেকে আমি বিশ্রাম নিতে চাই, আর ভাল লাগছে না, এমনই মন্তব্য করলেন ওয়াশিপুরের সুলতান কুরেশি

Follow Us

পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), অভিনয়ের ক্ষেত্রে তাঁর পরিসীমা ঠিক কতটা সেটা উনিই কোথাও গিয়ে ঠিক করে থাকেন। মাসান (Masaan) হোক কিংবা সদ্য মুক্তি পাওয়া ছবি মিমি (Mimi), যে কোন কাজেই তাঁর স্বল্প উপস্থিতি ছাপ রেখে যায় দর্শকদের মনে। অভিনয় জগতের এমন একটা নাম যদি বলে বসেন তাঁর আর অভিনয় করতেই ভাল লাগছে না, তবে? হ্যাঁ, এমনটাই জানালেন তিনি Firstpost-কে দেওয়া একটি ইন্টারভিউতে।

 

পঙ্কজ ত্রিপাঠী জানান যে, তিনি অভিনয় করতে করতে মাঝে মধ্যেই ক্লান্তি বোধ করেন। আর তখনই ২-৩ মাসের জন্য বিশ্রাম নিতে ইচ্ছে হয় তাঁর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা একদমই সম্ভব হচ্ছে না। আর হবেই বা কি করে? নেটফ্লিক্স হোক বা অ্যামাজন প্রাইম, সর্বত্রই তো ছেয়ে আছেন তিনি। সেটাও জানিয়েছেন অভিনেতা। ‘এত কাজ হাতে নিয়ে ফেলেছি, এর মাঝে নিজের জন্য সময় বের করা যাচ্ছে না। আমি চাই না দর্শকদের কাছে আমি একঘেয়ে হয়ে যাই। মাঝে মধ্যে এমনও কিছু মুহূর্ত গেছে যখন আমার মনে হয়েছে, আমার জীবনের পর্যালোচনা করা খুব দরকারি। যা করছি, কোথাও ভুল করছি কি না।’

কথার মাঝে পঙ্কজ ত্রিপাঠী এও বলেন, ‘ অভিনয়ই আমার মূল কাজ না। খাওয়া, ঘোরা এগুলো আমার মূল কাজ। সিনেমা করার আমার প্রধান উৎসাহ এক্তাই…অনেক নতুন জায়গা ঘুরতে পারা। এছাড়া আর কোন জায়গা নেই উৎসাহ পাওয়ার মত।’ পার্টি কিংবা জমায়েতও একদম পছন্দ করেন না তিনি। জানান। ‘আমার ছবি শুধু তাঁদের সাথেই পাওয়া যাবে যাঁদের সাথে আমি কাজ করেছি। তাও শুটের মাঝে বা প্রোমোশনের সময়। তার  বাইরে নয়।’  

Next Article