চলতি বছর সর্বাধিক চর্চিত জুটি রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার সম্পর্কে এখন আর নেই কোনও রাখঢাক। বাগদান পর্ব ইতিমধ্যেই সেরে ফেলেছেন তাঁরা। রাজকীয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাতারাতি ভাইরাল হয়েছিল জুটির ছবি। এবার সামনে এল জুটির বিয়ের খবর। সূত্রের খবর উদয়পুরের এক বিলাসবহুল রিসর্টেই বিয়ে করতে চলেছেন এই জুটি। বাগান, সঙ্গে লেক, অনবদ্য এই লোকেশনই স্থির করা হয়েছে জুটির বিশেষ দিন উপলক্ষ্যে। বেশ কয়েকটি বলিউডের বিয়ে রাজস্থানেই আয়োজন করা হল। বর্তমানে এই প্রাসাদই সেলেবদের বেশ আকর্ষণ করছে। ভিকি ক্যাটরিনা কইফ থেকে শুরু করে কিয়ারা সিদ্ধার্থ, সকলেরই পছন্দের তালিকায় ছিল রাজস্থান।
গত ১৩ মে আংটি বদল করেছেন রাঘব ও পরিণীতি। পরিবারের প্রিয়জনদের নিয়ে বিয়ে হয়েছিল তাঁদের। বোনের বিশেষ দিনে সামিল হতে উড়ে এসেছিলেন প্রিয়াঙ্কাও। ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, “রাঘব ও আমি যে পরিমাণ ভালবাসা পেয়েছি তাতে আমরা আপ্লুত। আমরা দু’জন দুই মেরুর বাসিন্দা, কিন্তু আমাদের পৃথিবীটাকে। আরও বড় পরিবার পেয়েছি আমরা। যা কোনওদিন কল্পনাও করতে পারিনি তাই ঘটেছে আমাদের সঙ্গে।” প্রসঙ্গত, বাগদানের পরের দিনেই বিতর্কে জড়িয়েছিলেন ওঁরা। নেপথ্যে ছিল এক ভিডিয়ো। যে ভিডিয়ো পরিণীতির ঠোঁট গিয়েছিল রাঘবে মিশে। আর তাতেই নেটিজেনদের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ায় করেছিল তুলোধনা। যদিও রাঘব-পরিণীতি এই নেতিবাচকতাকে জীবনে প্রবেশ করতে দেননি।
দিল্লির কাপুরতলা হাউজে বসেছিল বাগদানের অনুষ্ঠান। শুধু প্রিয়াঙ্কা চোপড়াই নয়। হাজির ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, হাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রি অরবিন্দ কেজরীওয়ালও। দেখা গিয়েছিল ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্র। মণীশের ডিজাইন করা পোশাকেই সেজেছিলেন পরিণীতি। বেছে নিয়েছিলেন প্যাস্টল রঙা পোশাক। তাঁদের বাগদানের মিষ্টি ছবিতেই এখন সোশ্যাল মিডিয়া ছয়লাপ। রাঘব-পরিণীতির আলাপ বেশ কিছু বছর আগে। বিদেশে একসঙ্গে পড়াশোনা করতেন তাঁরা। সেখান থেকেই তৈরি হয় পরিচিতি।