ঠিক ছিল আগামী বছর জানুয়ারি মাসে মুক্তি পাবে প্রভাস ও সইফ আলি খানের ছবি ‘আদিপুরুষ’। কিন্তু সাম্প্রতিক খবর বলছে, ওই ছবি মুক্তির তারিখ পিছিয়ে গিয়েছে। এক মাস-দু’মাস নয়, প্রায় ছয় মাস পিছিয়ে গেল ওই ছবি মুক্তির তারিখ। কবে মুক্তি পাচ্ছে ছবিটি? পরিচালক ওম রাউতের বার্তা থেকে জানা যাচ্ছে, আগামী বছরের জুন মাসের ১৬ তারিখ মুক্তি পাবে ছবিটি। কিন্তু কেন?
ছবির মুক্তি যে পিছিয়ে যেতে পারে এই আভাস মিলেছিল আগেই। টিজার মুক্তির পর থেকে এই ছবি ট্রোলের শিকার হয়েছিল। কখনও দুর্বল ভিএফএক্স আবার কখনও বা মুগল সম্রাটদের মতো রাবণকে দেখে গর্জে উঠেছিলেন নেটিজেন। পৌরাণিক কাহিনী নির্ভর এই ছবিকে অনেকেই তুলনা করেছিলেন ‘কমেডি’ ছবির সঙ্গে। সূত্র জানাচ্ছে, সেই কারণেই নাকি নির্মাণ আরও একটু জোরাল করে তবেই ছবিটিকে মুক্তি দিতে চান নির্মাতারা। হাজার হোক হাই বাজেট ছবি বলে কথা। ওম রাউত তাঁর টুইটে লেখেন, “আদিপুরুষ একটি ছবি নয়। প্রভু রাম, আমাদের সংস্কৃতি ও ইতিহাসের এক প্রদর্শনও বটে। তাই আমাদের আর একটু সময় নেওয়া উচিত। এমন একটা ছবি বানাতে চাই যাতে আমাদের নিয়ে ভারত গর্ব অনুভব করে। আপনাদের সবার ভালবাসা ও আশীর্বাদ আমাদের একান্ত জরুরি।”
এর আগে ট্রোলের মুখোমুখি হয়ে মুখ খুলেছিলেন ওম। ওম বলেন, “আমাদের এই রাবণ চরিত্রগত দিক দিয়ে অনেক বেশি ভয়ঙ্কর। সে নিষ্ঠুর, নির্মম। আমাদের দেবী সীতাকে সে হরণ করেছে। আমাদের কাছে এই ছবিটি আক্ষরিক অর্থেই কোনও ছবি নয়। তা আমাদের কাছে শ্রদ্ধার্ঘ।” ওমের কথার সঙ্গে সুর মিলিয়েই লেখক মনোজ মুন্তশির বলেছিলেন, “আমি জানতে চাই কোন খিলজির কপালে তিলক আঁকা রয়েছে? জানতে চাই খিলজি কবে রুদ্রাক্ষের মালা পরেছে?” তবু ট্রোলিং থামেনি। আর সেই কারণেই কিছুটা সময় চেয়েছে টিম ‘আদিপুরুষ’। কথাতেই তো বলে, ‘সবুরে মেওয়া ফলে’।
ঠিক ছিল আগামী বছর জানুয়ারি মাসে মুক্তি পাবে প্রভাস ও সইফ আলি খানের ছবি ‘আদিপুরুষ’। কিন্তু সাম্প্রতিক খবর বলছে, ওই ছবি মুক্তির তারিখ পিছিয়ে গিয়েছে। এক মাস-দু’মাস নয়, প্রায় ছয় মাস পিছিয়ে গেল ওই ছবি মুক্তির তারিখ। কবে মুক্তি পাচ্ছে ছবিটি? পরিচালক ওম রাউতের বার্তা থেকে জানা যাচ্ছে, আগামী বছরের জুন মাসের ১৬ তারিখ মুক্তি পাবে ছবিটি। কিন্তু কেন?
ছবির মুক্তি যে পিছিয়ে যেতে পারে এই আভাস মিলেছিল আগেই। টিজার মুক্তির পর থেকে এই ছবি ট্রোলের শিকার হয়েছিল। কখনও দুর্বল ভিএফএক্স আবার কখনও বা মুগল সম্রাটদের মতো রাবণকে দেখে গর্জে উঠেছিলেন নেটিজেন। পৌরাণিক কাহিনী নির্ভর এই ছবিকে অনেকেই তুলনা করেছিলেন ‘কমেডি’ ছবির সঙ্গে। সূত্র জানাচ্ছে, সেই কারণেই নাকি নির্মাণ আরও একটু জোরাল করে তবেই ছবিটিকে মুক্তি দিতে চান নির্মাতারা। হাজার হোক হাই বাজেট ছবি বলে কথা। ওম রাউত তাঁর টুইটে লেখেন, “আদিপুরুষ একটি ছবি নয়। প্রভু রাম, আমাদের সংস্কৃতি ও ইতিহাসের এক প্রদর্শনও বটে। তাই আমাদের আর একটু সময় নেওয়া উচিত। এমন একটা ছবি বানাতে চাই যাতে আমাদের নিয়ে ভারত গর্ব অনুভব করে। আপনাদের সবার ভালবাসা ও আশীর্বাদ আমাদের একান্ত জরুরি।”
এর আগে ট্রোলের মুখোমুখি হয়ে মুখ খুলেছিলেন ওম। ওম বলেন, “আমাদের এই রাবণ চরিত্রগত দিক দিয়ে অনেক বেশি ভয়ঙ্কর। সে নিষ্ঠুর, নির্মম। আমাদের দেবী সীতাকে সে হরণ করেছে। আমাদের কাছে এই ছবিটি আক্ষরিক অর্থেই কোনও ছবি নয়। তা আমাদের কাছে শ্রদ্ধার্ঘ।” ওমের কথার সঙ্গে সুর মিলিয়েই লেখক মনোজ মুন্তশির বলেছিলেন, “আমি জানতে চাই কোন খিলজির কপালে তিলক আঁকা রয়েছে? জানতে চাই খিলজি কবে রুদ্রাক্ষের মালা পরেছে?” তবু ট্রোলিং থামেনি। আর সেই কারণেই কিছুটা সময় চেয়েছে টিম ‘আদিপুরুষ’। কথাতেই তো বলে, ‘সবুরে মেওয়া ফলে’।