Priyanka Chopra Controversy: বয়স মাত্র ১৬ বছর, আমেরিকাতে কী ঘটেছিল প্রিয়াঙ্কার সঙ্গে, মায়ের কাছে কান্না, ‘ফিরিয়ে নিয়ে যাও’
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Apr 28, 2022 | 7:42 AM
Priyanka Chopra: তবে ছোটবেলায় তাঁর সঙ্গে যা ঘটেছিল, তা আজও ভুলতে পারেন না তিনি। স্পষ্টই জানিয়েছিলেন, যে তখন তাঁর কাছে ফ্যাশনের সংজ্ঞাটা সঠিক ছিল না। আর তাতেই বিপত্তি।
1 / 6
প্রিয়াঙ্কা নিক- নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে সম্পর্কের ফারাক ১০ বছরের। হাজার কুমন্তব্য, সমালোচনাকে সরিয়ে রেখে দিব্যি সংসার করছেন এই জুটিয ছোট্ট মেয়েকে নিয়ে কাটছে সময়।
2 / 6
বয়স তখন মাত্র ১৬ বছর, আমেরিকার স্কুলে পড়তেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই তাঁরা বেড়ে ওঠা। একাধিকবার বডি শেমিং নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
3 / 6
এটিতে একটি ক্যাট আইও ছিল। নজর না লাগার জন্য তিনি এটি পরতেন। পরিস্থিতি দেখে তিনি সাহায্য করেছিলেন যথা সম্ভব। পাশাপাশি এই ব্রেসলেটটিও তুলে দিয়েছিলেন দুর্গতদের হাতে।
4 / 6
একাদশ দ্বাদশ শ্রেণীতেই একটি মেয়ে তাঁর শরীরের পরিবর্তন নিয়ে সচেতন হয়। কিন্তু সেই সময় প্রিয়াঙ্কা চোপড়া সেভাবে নিজেকে সামলাতে পারতেন না। যার ফলে তাঁর ফিগার নিয়ে বারে বারে কুকথা শুনতে হত।
5 / 6
বর্তমানে তাঁর কাছে বিষয়টা খুব স্পষ্ট। কিন্তু ছোটবেলায় সেগুলো খারাপই লাগত। তাই তিনি স্থির করেছিলেন যে সেখানে আর থাকবেন না। মাকে ফোন করে জানিয়েছিলেন যেন তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
6 / 6
আজও আমেরিকার বুকে তিনি ট্রোলের শিকার। বারে বারে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়, বিতর্কে পড়তে হয়। তা থেকেই শুরু হয় নানা জল্পনা, যা পলকে উড়িয়ে দিতে এখন প্রিয়াঙ্কা সিদ্ধহস্ত।