গান্ধী জয়ন্তী উপলক্ষে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত তাঁর সমস্ত ভক্তদের একটি মজার ভিডিও দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ইনস্টাগ্রামে ‘খলনায়ক’ অভিনেতা ভিডিয়োটি শেয়ার করেছেন যাতে তিনি ক্যাপশন দিয়েছেন, “সকলকে গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা!”
অভিনেতা তাঁর ‘লাগে রাহো মুন্না ভাই’ ছবি থেকে একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করেছেন যাতে তাঁকে একজন নিরাপত্তারক্ষীর সঙ্গে রুক্ষ ভাষায় কথা বলতে দেখা যায়। মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করে, ভিডিয়ো ক্লিপে সঞ্জয় দত্ত তাঁর বাম গালে থাপ্পড় মারার পরে গার্ডকে তাঁর ডান গাল (‘লাইফ’ হিসাবে উল্লিখিত) এগিয়ে দিয়েছিলেন এবং গার্ড তাঁকে ডান গালে থাপ্পড় মারার পরে অভিনেতাও ঘুষি মেরেছিলেন তাঁকে শক্ত করে। তারপর বললেন, “দোনো গাল পার প্যাড যায়ে তো কেয়া করনে কা হ্যায়..ইয়ে বাপু নে না কাহা থা।” (দুই গালে থাপ্পড পরলে কী করতে হয়, তা বাপু (মহাত্মা গান্ধি) শেখাননি।)
রাজকুমার হিরানি পরিচালিত ছবিটিতে অভিনেতা আরশাদ ওয়ার্সি, বোমান ইরানি এবং বিদ্যা বালান প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন এবং বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছিল। অভিনেতা ভিডিয়োটি সকলের সঙ্গে শেয়ার করার পরেই, ভক্তরা হাস্যকর ইমোজির সঙ্গে মন্তব্য বিভাগ ভরিয়ে তোলেন। “সব সময় এমন উজ্বল থেকো #বাবা,” একজন ভক্ত মন্তব্য করেছেন। আরেক ভক্ত লিখেছেন, “# অসভ্য_বাবা।” সঞ্জয় দত্তকে সম্প্রতি রণবীর কাপুর এবং বাণী কাপুরের সঙ্গে যশ রাজ ফিল্মসের পিরিয়ড ড্রামা ‘শামশেরা’ ছবিতে দেখা গিয়েছে। করণ মালহোত্রা পরিচালিত ছবিটি বক্স অফিসে দর্শকদের প্রভাবিত করতে ব্যর্থ হয়।
তাঁকে পরবর্তীতে দেখা যাবে একটি আসন্ন পারিবারিক বিনোদনমূলক চলচ্চিত্র ‘ঘুডচাদি’-তে রবিনা ট্যান্ডন, পার্থ সামথান এবং খুশালি কুমারের সঙ্গে স্ক্রিন ভাগ করতে। ছবিটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনও জানানো হয়নি। .